কোভিড-১৯ বিষয়ে সচেতনতা বাড়াতে মুখ্যমন্ত্রী ব্লক বা পঞ্চায়েত পরিদর্শন শুরু করবেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ বহির্রাজ্য থেকে আসা রাজ্যের নাগরিকদের হোম কোয়ারেন্টাইনে থাকার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার৷ সকলেই হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ যথাযথভাবে পালন করছে কিনা তার জন্য পঞ্চায়েত স্তরে, ব্লকস্তরে, জেলাস্তরে এবং রাজ্যস্তরে করোনা মনিটরিং এণ্ড অ্যাওয়ারনেস কমিটি গঠন করা হয়েছে৷ আজ সন্ধ্যায় সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তিনি আরও জানান, বহির্রাজ্য থেকে আসা কোনও ব্যক্তি বা তার পরিবারের যদি হোম কোয়ারেন্টাইনে থাকতে অসুুবিধা হয় সেক্ষেত্রে ঐ এলাকায় স্থানীয়ভাবে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হবে৷ এরজন্য স্থানীয় করোনা মনিটরিং এণ্ড অ্যাওয়ারনেস কমিটিগুলি উদ্যোগ নেবে৷

তিনি আরও জানান, আগামী পরশুদিন থেকে মুখ্যমন্ত্রী রাজ্যের যে কোনও ব্লক বা প’ায়েত পরিদর্শন করা শুরু করবেন এবং স্থানীয় কমিটিগুলির সঙ্গে আলোচনা করবেন৷ শিক্ষামন্ত্রী করোনা সম্পর্কিত রাজ্যের সর্বশেষ তথ্য তুলে ধরে বলেন, বর্তমানে রাজ্যে ফেসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৬৭ জন এবং ৯৭৩৩ জন রয়েছেন হোম কোয়ারেন্টাইনে৷ এখন পর্যন্ত রাজ্যে মোট ২৪,৪৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ এরমধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩,২৬৪ জনের৷ তাতে ২৩২ জনের পজিটিভ রিপোর্ট এসেছে৷ এরমধ্যে ১৬৫ জন ইতিমধ্যেই সুুস্থ হয়ে উঠেছেন৷ বর্তমানে রাজ্যে মোট ৬৫ জন করোনা সংক্রমিত রোগী চিকিৎসাধীন রয়েছেন৷ এরমধ্যে ৬৪ জন ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে এবং ১ জন জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ শিক্ষামন্ত্রী জানান, গত ২৪ ঘন্টায় যে ৩৪ জন করোনা সংক্রমিত রোগীর সন্ধান পাওয়া গেছে তাদের মধ্যে ৩২ জন মুম্বাই থেকে এসেছেন, ১ জন পশ্চিমবঙ্গ থেকে এসেছেন এবং ১ জন বি এস এফ-এর ৮৬ নং ব্যাটেলিয়নের পরিবারের সদস্য৷ সকলেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন৷


শিক্ষামন্ত্রী জানান, আজ চুড়াইবাড়ি দিয়ে মোট ৪৩৬ জন রাজ্যে প্রবেশ করেছেন৷ এরমধ্যে ১০০ জন ট্রাক চালক, ১ জন রোগী এবং ৩৩৫ জন সাধারণ নাগরিক৷ এদিন চুড়াইবাড়ি দিয়ে মোট ৩৯৯টি গাড়ি রাজ্যে প্রবেশ করেছে৷ এরমধ্যে ৩৫টি গাড়ি এসেছে হটস্পট এলাকা থেকে৷
শিক্ষামন্ত্রী জানান, মুম্বাই থেকে ট্রেনে যে ১১৫৪ জন নাগরিক রাজ্যে এসেছেন তাদের মধ্যে ১০৪৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে৷ তাতে ৪৮ জনের পজিটিভ রিপোর্ট এসেছে৷ চেন্নাই থেকে ট্রেনে আসা ১২৭৩ জনের মধ্যে ৩৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এরমধ্যে পজিটিভ রোগী পাওয়া গেছে ৫ জন৷ দিল্লি থেকে ট্রেনে আসা ৮৫৩ জনের মধ্যে ১৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এরমধ্যে পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে ৩ জনের৷ ব্যাঙ্গালোর থেকে ট্রেনে আসা ৫৭০৩ জনের মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ১১১৯ জনের৷ এরমধ্যে কোনও পজিটিভ রিপোর্ট পাওয়া যায়নি৷

এছাড়াও হায়দ্রাবাদ থেকে ট্রেনে আসা ১১২৫ জনের মধ্যে ২৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এরমধ্যে কোনও পজিটিভ রিপোর্ট পাওয়া যায়নি৷ শিক্ষামন্ত্রী জানান, বহির্রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিয়ে ২টি ট্রেন আজ রাজ্য থেকে রাঁচির উদ্দেশ্যে রওনা দিয়েছে৷ এরমধ্যে ১টি ট্রেন রওনা দিয়েছে জিরানীয়া রেল স্টেশন থেকে এবং অপর ট্রেনটি রওনা দিয়েছে আমবাসা রেল স্টেশন থেকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *