BRAKING NEWS

পাকিস্তানে করোনা-আক্রান্ত বেড়ে ৬২,৩৩০, মৃত্যু ১,২৭৬ জনের

ইসলামাবাদ, ২৮ মে (হি.স.): পাকিস্তানে বেড়েই চলেছে করোনাভাইরাসে সংক্রমিত রোগী ও মৃত্যুর সংখ্যা। ২৮ মে, বৃহস্পতিবার দুপুর ২.২০ মিনিট পর্যন্ত পাকিস্তানে করোনা-আক্রান্তের সংখ্যা ৬২,৩৩০-এ পৌঁছেছে। পাকিস্তানের পঞ্জাব প্রদেশে এখনও পর্যন্ত সংক্রমিত হয়েছেন ২২,০৩৭ জন, সিন্ধু প্রদেশে ২৫,৩০৯ জন, খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ৮,৪৮৩, বালোচিস্তানে ৩,৬১৬, ইসলামাবাদে ২,০১৫, গিলগিট-বালতিস্তানে ৬৫১, আজাদ কাশ্মীরে ২১৯।

সংক্রমণের পাশাপাশি মৃত্যুও ঠেকানো যাচ্ছে না পাকিস্তানে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পাকিস্তানে করোনায় মৃত্যু হয়েছে ১,২৭৬ জনের। পাক স্বাস্থ্য দফতর সূত্রের খবর, সিন্ধু প্রদেশে ৩৯৬ জন প্রাণ হারিয়েছেন, পঞ্জাবে ৩৮১, খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ৪২৫, বালোচিস্তানে ৪১, ইসলামাবাদে ১৯, গিলগিট-বালতিস্তানে ৯ জন এবং আজাদ কাশ্মীরে ৫ জন মারা গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *