নাবালিকাকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ মে৷৷ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার সাতনালা এলাকা থেকে নাবালিকা ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ আটক ব্যক্তির নাম পবন মোহন্ত৷ অভিযোগ সাতনালা এলাকার এক নাবালিকাকে ওই ব্যক্তি ধর্ষণ করেছিল৷


এ ব্যাপারে অভিযুক্তের বিরুদ্ধে কাঞ্চনপুর থানায় ধর্ষিতা নাবালিকার পরিবারের তরফ থেকে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছিল৷ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে৷ তার বিরুদ্ধে পকসো ধারায় মামলা গৃহীত হয়েছে৷ বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে৷ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ উল্লেখ্য অভিযুক্তের বিরুদ্ধে কাঞ্চনপুর ধর্ষিতা নাবালিকার পরিবারের তরফ থেকে মামলা দায়ের করার পর থেকেই সে পালিয়ে বেড়াচ্ছিল৷ কাঞ্চনপুর থানার পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে তাকে আটক করতে সক্ষম হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *