অমরপুর ও বিশালগড়ে দুর্ঘটনায় গুরুতর আহত তিন বাইক চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ ত্রিপুরায় ফের পথ দুঘটনায় দুই যুবক গুরুতর আহত হয়েছেন৷ লরির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে উদয়পুর-অমরপুর সড়কের গান্ধারী এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে৷ আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে৷ তাদের অবস্থা স্থিতিশীল বলে পুলিশ জানিয়েছে৷


মঙ্গলবার উদয়পুর-অমরপুর সড়কের গান্ধারী এলাকায় পথ দুর্ঘটনায় ২ যুবক গুরুতর ভাবে আহত হয়েছেন৷ আহতদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে অমরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল৷ সেখান থেকে তাদের আগরতলায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ আহত দুই যুবক সুব্রত রিয়াং এবং রাহেল রিয়াং বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷


পুলিশ জানিয়েছে, দুই যুবক বাইকে করে অমরপুর থেকে উদয়পুরের দিকে যাচ্ছিল৷ গান্ধারী এলাকায় একটি লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতেই দুই আরোহী যুবক গুরুতর ভাবে আহত হয়৷ স্থানীয় লোকজনরা দমকল বাহিনীকে দুর্ঘটনার খবর দেন৷ দুর্ঘটনার খবর পেয়ে অমরপুর থেকে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত দুই যুবককে উদ্ধার করে অমরপুর হাসপাতালে নিয়ে যায়৷ অমরপুর হাসপাতালে চিকিৎসকরা তাদের অবস্থা সঙ্কটজনক দেখে সেখান থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷


এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাইক এবং গাড়ি আটক করেছে৷ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে পুলিশ৷ লরি চালকের অসাবধানতার কারণেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন৷

অন্যদিকে, বিশালগড় থানার রেল স্টেশন সংলগ্ণ এলাকায় পথ দুর্ঘটনায় এক যুবক গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহত যুবকের নাম বিপ্লব ঘোষ৷ বাইক নিয়ে যাবার সময় দুর্ঘটনার কবলে পড়ে যুবক৷ স্থানীয় লোকজনরা ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীকে খবর দেন৷ খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত যুবককে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়৷ তার অবস্থা সঙ্কটজনক হওয়ায় বিশালগড় হাসপাতাল থেকে তাকে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়৷ খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখান থেকে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করেছে পুলিশ৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ বাইক চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *