কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসবেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ মে (হি. স.):  দেশের ৪৫ হাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাংক। ওয়েবনিয়ারের মাধ্যমে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। ২৮ মে, বৃহস্পতিবার তিনটে নাগাদ এই বৈঠক হবে। উল্লেখ করা যেতে পারে, লকডাউন পরিস্থিতিতে দেশের শিক্ষা ব্যবস্থা যাতে সচল থাকে সেই জন্য এর আগে বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রী, পড়ুয়া এবং অভিবাবকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি।  

মঙ্গলবার এক ভিডিওবার্তায় রমেশ পোখরিয়াল নিশাংক জানিয়েছেন, ন্যাশনাল অ্যাসেসমেন্ট এন্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (এনএএসি) দ্বারা আয়োজিত ওয়েবনিয়ারে দেশের ৪৫ হাজার কলেজের সঙ্গে বৈঠকে বসব। এতে সকলের সহযোগিতা একান্ত ভাবে কাম্য। করোনা পরিস্থিতিতে যে সংকট তৈরি হয়েছে।তাকে সুযোগে পরিণত করতে হবে। শিক্ষা জগতের ৩৩ কোটি পড়ুয়াদের অনলাইনের মাধ্যমে পাঠ্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া একান্ত ভাবে জরুরী। এমন পরিস্থিতি যে তৈরি হবে, তা আমরা আগে জানতাম না  এখন কঠোরভাবে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে।অনলাইনের মাধ্যমে লেখা পড়ার কাজ চালাচ্ছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। এতে শিক্ষকেরাও সহযোগিতা করছে।