BRAKING NEWS

পাহাড় দখলের ঘুটি সাজাচ্ছে আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ ষষ্ঠ তফশিলের নিয়ম মেনেই ত্রিপুরার উপজাতি কল্যাণ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রীকে টিটিএএডিসি পরিচালনার দায়িত্ব দেওয়ার আর্জি রাজ্যপালের কাছে জানিয়েছে আইপিএফটি৷ এই মর্মে রাজ্যপালকে চিঠিও দিয়েছে দল৷ কিন্তু এখনও এ-বিষয়ে রাজ্যপালের কাছ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এ-কথা জানিয়েছেন আইপিএফটি-র সহ-সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা৷


মঙ্গলবাবু বলেন, সংবিধানের ষষ্ঠ তফশিলের ধারা ১৪-র উপধারা ৩ মোতাবেক রাজ্যপাল চাইলেই মন্ত্রিসভার সদস্যকে এডিসি-র দায়িত্ব দিতে পারেন৷ এক্ষেত্রে ত্রিপুরা উপজাতি কল্যাণ দফতর এডিসি-র নোডাল এজেন্সি হিসেবে দফতরের মন্ত্রী মেবারকুমার জমাতিয়াকে দায়িত্ব দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে আইপিএফটি৷ তাঁর দাবি, অসম, মেঘালয়, মিজোরামে উপজাতি কল্যাণ মন্ত্রীকে এডিসি-র দায়িত্ব দেওয়ার উদাহরণ রয়েছে৷


তিনি জানান, গত ১৪ মে এ-বিষয়ে রাজভবনে মেমোরেন্ডাম পাঠিয়েছে আইপিএফটি৷ তবে, এখন পর্যন্ত রাজ্যপালের কাছ থেকে সাড়া মিলেনি৷
ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) মেয়াদ ফুরিয়ে গেছে৷ ফলে, এখন এডিসি-র ক্ষমতা রাজ্যপালের হাতে হস্তান্তর হওয়ার পর প্রশাসক নিযুক্ত করা হয়েছে৷ একইভাবে এডিসি-র জোনাল এবং সাব-জোনাল ডেভেলপমেন্ট কমিটিগুলির মেয়াদও ফুরিয়ে গেছে৷ তাই, ত্রিপুরায় ষষ্ঠ তফশিলের নিয়ম মেনে সমস্ত কমিটি পুনর্গঠনের দাবি জানিয়েছে শাসকজোট শরিক আইপিএফটি৷ দলের সহ-সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা আজ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, এডিসি প্রশাসকের কাছে এ-বিষয়ে আইপিএফটি মেমোরেন্ডাম পাঠিয়েছে৷


তিনি বলেন, গত ১৭ মে বামফ্রন্ট পরিচালিত এডিসি-র মেয়াদ সমাপ্ত হয়েছে৷ ফলে, জোনাল এবং সাব-জোনাল ডেভেলপমেন্ট কমিটিগুলি পুনরায় নতুনভাবে গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ তাঁর কথায়, ষষ্ঠ তফশিল মোতাবেক প্রতি বছর ওই কমিটিগুলি গঠনের বিধান রয়েছে৷ কারণ, প্রতিটি কমিটি এক বছরের জন্য গঠনের নির্দেশিকা রয়েছে৷ কিন্তু, বামফ্রন্ট ২০১৫ সালের পর নতুন কমিটি গঠন করেনি৷ সাথে তিনি অভিযোগ করেন, অতীতে মর্জিমাফিক কমিটি গঠন করা হয়েছে৷ তাতে নিয়মনীতির তোয়াক্কা করেনি বামফ্রন্ট৷ তাই, এখন যেহেতু এডিসি-র ক্ষমতা রাজ্যপালের হাতে রয়েছে এবং প্রশাসক এডিসি পরিচালনার দায়িত্ব পালন করছেন, তাই আইপিএফটি সমস্ত নিয়ম মেনে কমিটিগুলি পুনঃগঠনের দাবি জানাচ্ছে, আগ্রহ প্রকাশ করে বলেন তিনি৷


তাঁর মতে, পূর্বতন কমিটির সদস্য বিধায়ক, এমডিসি, বিএসি চেয়ারম্যানদের মেয়াদ ফুরিয়ে গেছে৷ অনেকেরই এখন বিধায়ক পদ হাতছাড়া হয়েছে৷ বিএসি চেয়ারম্যানও নতুন নিযুক্ত হয়েছে৷ তাই, পাঁচটি জোনাল এবং ৩৩টি সাব-জোনাল ডেভেলপমেন্ট কমিটি শীঘ্রই নতুন করে গঠন করা হোক৷ সাথে তিনি যোগ করেন, ওই কমিটি গঠনের ক্ষেত্রে সদস্য বাছাই নিয়ে শাসকজোট শরিক দলের মধ্যে আলোচনা হবে৷ দুই দলের শীর্ষ নেতৃবৃন্দ এ-বিষয়ে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *