নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ ত্রিপুরায় কোভিড-১৯ রোগীদের চিকিৎসা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানোর অভিযোগ এনে থানায় এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করেছে চিকিৎসকদের সংগঠন৷ বিএসএফ-এর জওয়ানরা ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন, অথচ তাঁদের করোনা আক্রান্ত বলে ঘোষণা করেছে ত্রিপুরা সরকার, ফেসবুক-এ জনৈক দয়াল হরি দেবনাথের প্রোফাইল থেকে এমনই প্রচার করা হয়েছে৷ এই অপপ্রচারের বিরুদ্ধে চিকিৎসক সংগঠন পশ্চিম আগরতলা থানায় এজাহার দাখিল করেছে৷
এ-বিষয়ে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন-এর সম্পাদক ডাঃ রাজেশ চৌধুরী বলেন, ত্রিপুরায় করোনা মোকাবিলায় সামনের সারির যোদ্ধারা দিন-রাত পরিশ্রম করে চলেছেন৷ অথচ চিকিৎসকদের সমাজের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য এবং মনোবল ভাঙার চেষ্টা চলছে৷ তিনি বলেন, ফেসবুক-এ দয়াল হরি দেবনাথের প্রোফাইল থেকে বিএসএফ জওয়ানরা করোনা নয়, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন বলে প্রচার করা হয়েছে৷ তাঁর দাবি, করোনা মোকাবিলায় চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন৷ সমস্ত স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্তদের সেবায় নিয়োজিত৷ তাঁদের সুস্থ করে তুলছেন৷ অথচ, সমাজদ্রোহীরা চাইছে, করোনা-র বিরুদ্ধে যুদ্ধে চিকিৎসকদের মনোবল ভেঙে যাক৷ তাই, সমাজের চোখে তাঁদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে৷ তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় এ ধরণের অপপ্রচারে আমরা সামাজিকভাবে হেনস্তার শিকার হয়েছি৷ তাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি৷
তিনি জানান, দয়াল হরি দেবনাথের বিরুদ্ধে থানায় এজাহার করা হয়েছে৷ কারণ, এ ধরনের অপপ্রচারে ত্রিপুরার মানুষ বিভ্রান্ত হয়েছেন৷ চিকিৎসকদের প্রতি আস্থা হারানোর উপক্রম এসেছে৷ পুলিশ তাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে বলে আমরা আশাবাদী, বলেন তিনি৷