কাশ্মীরে নিকেশ দু’জন আইএস জঙ্গি, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ

শ্রীনগর২৫ মে (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমন অভিযানে পুনরায় সাফল্য পেল সেনাবাহিনীসেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলি বিনিময় চলাকালীন খতম হয়েছে দুজন ইসলামিক স্টেট (আইএস) অনুপ্রাণিত সন্ত্রাসবাদীকুলগাম জেলার খুর হাজিনপোরা এলাকার ঘটনা। গুলির লড়াই শেষে এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। নিহত দুই জঙ্গির নাম আদিল আহমেদ ওয়ানি ওরফে আবু ইব্রাহিম এবং শাহিন বশির ঠোকার। দুজনেই ইসলামিক স্টেট অব জম্মু-কাশ্মীর (আইএসজেকে) সংগঠনের সক্রিয় সদস্য ছিল। 

সেনা সূত্রে জানা গিয়েছেনিহত দুজনই আদতে শোপিয়ানের বাসিন্দা। ২০১৭-র ১২ সেপ্টেম্বর থেকে আইএসজেকে-র সদস্য ওয়ানি। গত বছর ১৫ অগস্ট ওই সংগঠনে যোগ দেয় ঠোকার। তার আগে পাক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার সদস্য ছিল সে।

জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেনগোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার খুর হাজিনপোরা এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদীগোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার সকাল থেকেই ওই এলাকায় জঙ্গি নিকেশ অভিযান চালায় সেনাবাহিনীর ৩৪ রাষ্ট্রীয় রাইফেলসসিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)। চিরুনি তল্লাশি চলাকালীন নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে এলোপাথাড়ি গুলির লড়াই শুরু হয়দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে খতম হয়েছে দুজন সন্ত্রাসবাদী। সাময়িকের জন্য গুলির লড়াই থেমে যাওয়ার পর এনকান্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। কাশ্মীর জোনইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেনকুলগাম এনকাউন্টারে নিকেশ হয়েছে আইএস দুজন জঙ্গি। নিহত জঙ্গিদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।