শ্রীনগর, ২৫ মে (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমন অভিযানে পুনরায় সাফল্য পেল সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলি বিনিময় চলাকালীন খতম হয়েছে দু‘জন ইসলামিক স্টেট (আইএস) অনুপ্রাণিত সন্ত্রাসবাদী| কুলগাম জেলার খুর হাজিনপোরা এলাকার ঘটনা। গুলির লড়াই শেষে এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। নিহত দুই জঙ্গির নাম আদিল আহমেদ ওয়ানি ওরফে আবু ইব্রাহিম এবং শাহিন বশির ঠোকার। দু’জনেই ইসলামিক স্টেট অব জম্মু-কাশ্মীর (আইএসজেকে) সংগঠনের সক্রিয় সদস্য ছিল।
সেনা সূত্রে জানা গিয়েছে, নিহত দু’জনই আদতে শোপিয়ানের বাসিন্দা। ২০১৭-র ১২ সেপ্টেম্বর থেকে আইএসজেকে-র সদস্য ওয়ানি। গত বছর ১৫ অগস্ট ওই সংগঠনে যোগ দেয় ঠোকার। তার আগে পাক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার সদস্য ছিল সে।
জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার খুর হাজিনপোরা এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার সকাল থেকেই ওই এলাকায় জঙ্গি নিকেশ অভিযান চালায় সেনাবাহিনীর ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)। চিরুনি তল্লাশি চলাকালীন নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে এলোপাথাড়ি গুলির লড়াই শুরু হয়| দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে খতম হয়েছে দু‘জন সন্ত্রাসবাদী। সাময়িকের জন্য গুলির লড়াই থেমে যাওয়ার পর এনকান্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। কাশ্মীর জোন, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, কুলগাম এনকাউন্টারে নিকেশ হয়েছে আইএস দু‘জন জঙ্গি। নিহত জঙ্গিদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।

