নয়াদিল্লি, ২৬ মে (হি. স.): লকডাউন নিয়ে পাল্টা রাহুল গান্ধীর বিরুদ্ধে সরব হলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। লকডাউন যখন কার্যকর করা হয়েছিল তখনো বিরোধিতা করেছিলেন রাহুল গান্ধী। আর এখন যখন তার শিথিল করা হচ্ছে তখনও নিজের অবস্থান বদল করেননি তিনি বলে দাবি করেছেন এই কেন্দ্রীয় মন্ত্রী। এদিন প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, যখন লকডাউন কার্যকর করা হয়েছিল সেই সময় আক্রান্তের সংখ্যা তিনদিনের দ্বিগুণ হচ্ছিল। এখন দ্বিগুণ হতে সময় লাগছে ১৩ দিন। এটি ভারতের মতন দেশের জন্য বড় সাফল্য। এরকম পরিস্থিতিতে কংগ্রেসের বিরোধিতা তাদের দ্বিমুখী নীতি পরিচয় বহন করে চলেছে। দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি, ইরান, ব্রাজিলের তুলনায় ভারতে অনেক কম ক্ষতি হয়েছে। এর জন্য গোটা বিশ্ব ভারতের প্রশংসা করছে। সঠিক সময় লকডাউন জারি করেছে ভারত। ভারতীয় রেল এখনও পর্যন্ত তিন হাজার ট্রেন চালিয়েছে। ফলে ৪৫ লাখ পরিযায়ী শ্রমিক নিজেদের বাড়ি ফিরতে পেরেছিলেন। উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশে বিজেপি সরকার চলছে।সেখানে দুর্গতদের জন্য টাকা এবং অন্যান্য সাহায্য করা হয়েছে। কংগ্রেস শাসিত রাজ্যে কোন দুর্গতদের কি ধরণের সাহায্য করেছে? কেন্দ্রের খাদ্য সুরক্ষা আইনে উপকৃত হয়েছে ৮০ কোটি মানুষ।১০ কোটি পরিযায়ী শ্রমিকদের যাদের কাছে রেশন কার্ড নেই তাদের কাছে ১০ কিলো খাদ্য শস্য এবং দুই কিলো ডাল দেওয়া হয়েছে।