নয়াদিল্লি,২৫মে (হি. স.): বায়ু সেনার হাতে রাফাল আসতে আর বেশি দেরি হবে না।জুলাইয়ের শেষের দিকে ভারতের হাতে চলে আসবে অত্যাধুনিক যুদ্ধবিমান রাফাল।এমনই আশ্বাস ফ্রান্সের তরফে মিলেছে বলে জানা গিয়েছে।
আকাশ থেকে আকাশ পথে যেকোনও লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানার ক্ষমতা এবং সেল্ফ ক্রুজ ক্ষেপণাস্ত্র রাফালের অস্ত্রসজ্জার মূলভিত্তি।ভারতে আসার পথে ফ্রান্সের বায়ুসেনার থেকেই রাফালে জ্বালানি ভরা হবে। গোটা প্রক্রিয়াটি চলবে আকাশপথে। মধ্যপ্রাচ্য দিয়ে আসার পথে ভারতের আইএল ৭৮ ট্যাংকার দিয়ে আকাশপথে ফের জ্বালানি ভরা হবে রাফাল যুদ্ধবিমানগুলিতে।বর্তমানে ভারতের মতন ফ্রান্সও করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছে। সে দেশে ১৪৫০০০ বেশি মানুষ মারণ এই রোগে আক্রান্ত হয়েছে।মৃত্যু হয়েছে ২৮৩৩০। মে মাসের শেষের দিকে রাফাল হাতে পাওয়ার কথা ছিল ভারতের।
কিন্তু করোনার জেরে তা দুই মাস পিছিয়ে যায়।দুই আসন বিশিষ্ট প্রশিক্ষণের জন্য তিনটি যুদ্ধবিমান সহ মোট চারটি রাফাল আম্বালা এয়ারবেসে জুলাইয়ের শেষের দিকে পৌঁছে যাবে। এই যুদ্ধবিমানগুলি আরবি সিরিজের হবে। ফ্রান্সের রাষ্ট্রদূত ইমানুয়েল লেনিন এক টুইট করে আশ্বস্ত করেছেন যে ভারতীয় বায়ুসেনার হাতে রাফাল পেতে আর বেশি দেরি হবে না।এই যুদ্ধবিমান নিয়ে দুই দেশের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলেছে ফ্রান্স।সেই অনুযায়ী এপ্রিলের শুরুতেই ফ্রান্স ভারতের হাতে একটি রাফাল যুদ্ধবিমান তুলে দিয়েছিল।এখন পরবর্তী চারটি রাফাল বিমান পাঠানোর জন্য দ্রুত তৎপরতা দেখাচ্ছে ফ্রান্স প্রশাসন।

