নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ পশ্চিমবঙ্গ থেকে আগত পরিযায়ী শ্রমিক এবং ফেরিওয়ালা লকডাউনে আটকে পড়েছেন ত্রিপুরায়৷ তাঁরা চরম দুঃখ কষ্টে দিনাতিপাত করছেন৷ তাই, বাড়ি ফিরে যাওয়ার জন্য ত্রিপুরা সরকারের সাহায্য চেয়েছেন৷ কারণ, পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে সহায়তা চেয়েও কোনও সাড়া পাচ্ছেন না তাঁরা৷
শনিবার জনৈক ফেরিওয়ালা বলেন, ব্যবসার জন্য ত্রিপুরায় এসেছিলাম৷ কিন্তু, লকডাউনের জেরে বাড়ি ফিরতে পারছি না৷ তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকারের পোর্টালে বার বার যোগাযোগ করেও কোনও ইতিবাচক সাড়া পাচ্ছি না৷ তাতে তাঁরা প্রচণ্ড ক্ষুব্ধ বলেই মনে হচ্ছে৷ তিনি বলেন, ত্রিপুরা সরকার আমাদের খাবারের সংস্থান করে দিয়েছে৷ কিন্তু ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তেমন কোনও ব্যবস্থা এখনও করা হয়নি৷
ওই সকল পরিযায়ী শ্রমিক এবং ফেরিওয়ালারা পশ্চিমবঙ্গে ফিরে যাওয়ার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাহায্য প্রার্থনা করেছেন৷ যে কোনও মূল্যে তাদেরকে বাড়ি ফিরে যাবার ব্যবস্থা করে দেওয়ার জন্য কাতর আর্জি জানিয়েছেন তারা৷
জনৈক পরিযায়ী শ্রমিক বলেন, আমফান-এ তাদের প্রত্যেকের বাড়িঘর ভেঙে চুরমার হয়ে গেছে৷ পরিবারের লোকজনরা অসহায় হয়ে পড়েছেন৷ এই অসহায় অবস্থায় পরিবারের সদস্যদের সাথে তারা ঠিকভাবে যোগাযোগ করতে পারছেন না৷ ফলে, চিন্তায় রাতের ঘুম উবে গেছে৷