সুকলে পঠন পাঠন শুরুর পরিকল্পনা ১৫ জুন থেকে জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ আগামী ১লা জুন থেকে রাজ্যের বিদ্যালয়গুলি খোলার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা দপ্তর৷ বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে ১৫ জুন৷ বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা আসার আগে বিদ্যালয়গুলিকে ভালভাবে স্যানিটাইজ করা, পানীয় জলের সুব্যবস্থা করা, যে সকল শ্রেণীর ফলাফল প্রকাশিত হয়নি সেগুলি প্রকাশ করা, মূলতঃ বিদ্যালয়ে ক্লাস শুরুর আগে সব ধরনের প্রস্তুতি নিয়ে এগোচেছ শিক্ষা দপ্তর৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান৷


তিনি জানান, ৪২৮২টি সরকারী বিদ্যালয়ের মধ্যে মিড-ডে-মিল প্রকল্পে ১১,০১১ জন কুক-কাম হেল্পার কর্মরত আছেন৷ তাদের সকলকেই হ্যান্ড গ্লাভস ও মাস্ক দেওয়া হবে৷ এক্ষেত্রে প্রতিজনের জন্য বরাদ্দ হবে ২৫০ টাকা৷ ছাত্রছাত্রীদের জন্য সাবান ও স্যানিটাইজারের ব্যবস্থা করা হবে৷ তিনি জানান ২,৫৫৩টি বিদ্যালয়ে পানীয় জলের উৎস রয়েছে৷ কিন্তু, বিদ্যালয়ে দুটি করে ২৫০ লিটার জলধারণ ক্ষমতার জলের ট্যাঙ্ক দেওয়া হবে৷ স্যানিটাইজার ও সাবান বাবাদ ৫০ জন পর্যন্ত ছাত্রছাত্রী সংখ্যা রয়েছে এমন বিদ্যালয়ে ১৫০০ টাকা, ছাত্রছাত্রী সংখ্যা ৫১-১৫০ হলে ২৫০০ টাকা, ১৫১ থেকে ২৫০ হলে ৩৫০০ টাকা এবং ২৫০ এর বেশী হলে ৫০০০ টাকা করে বরাদ্দ ধরা হয়েছে৷

এজন্য মোট ব্যয় হবে ১ কোটি ৩৫ লক্ষ টাকা৷ কুক-কাম হেল্পারদের হ্যান্ড গ্লাভস ও মাস্ক বাবদ ব্যায়হবে ২৭ লক্ষ ৫২ হাজার টাকা৷ জলের ট্যাঙ্ক ক্রয় করা বাবদ ব্যয় হবে ১ কোটি ৫৩ লক্ষ ১৮ হাজার টাকা৷ এই সবগুলি প্রক্রিয়া ৬ জুনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী৷