BRAKING NEWS

ত্রিপুরা থেকে ফের পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরে গেলেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ ত্রিপুরা থেকে পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ রাজ্যে পাঠানোর কাজ অব্যাহত রয়েছে৷ শনিবার ধলাই জেলার আমবাসা থেকে একটি শ্রমিক স্পেশাল ট্রেন বিহারের উদ্দেশে শ্রমিকদের নিয়ে রওয়ানা দিয়েছে৷ খোয়াই জেলা এবং ধলাই জেলার শ্রমিকদের নিয়ে এই ট্রেনটি বিহার যাচ্ছে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে৷ এই শ্রমিক স্পেশাল ট্রেনে ৮ শতাধিক শ্রমিক ত্রিপুরা থাকে তাদের নিজ রাজ্যে ফিরে যাচ্ছেন৷


পরিযায়ী শ্রমিকদের নিয়ে শ্রমিক স্পেশাল ট্রেন বিহারে যাওয়ার উদ্দেশে শনিবার সকাল থেকেই আমবাসা রেলস্টেশনে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়৷ খোয়াই জেলা থেকে শ্রমিকদের গাড়িতে করে আমবাসায় পৌঁছে দেওয়া হয়েছে৷ এদিন সকাল থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রমিকদের স্ক্রিনিং করা সহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রত্যেককে ট্রেনে উঠতে দেওয়া হয়েছে৷ প্রশাসনের তরফ থেকে প্রত্যেক শ্রমিককে শুকনো খাবার, জল সহ যাবতীয় ব্যবস্থা করে দেওয়া হয়েছে৷


প্রসঙ্গত, ইতিপূর্বেও ত্রিপুরা থেকে শ্রমিক স্পেশাল ট্রেন শ্রমিকদের নিয়ে বহিঃরাজ্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে৷ ত্রিপুরা প্রশাসন জানিয়েছে, এখনও রাজ্যে যারা অবস্থান করছেন তাদের নিজের রাজ্যে ফিরিয়ে নেওয়ার জন্য ট্রেনের যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে৷
উল্লেখ্য, আটকে পড়া শ্রমিকদের ফিরিয়ে নেওয়া এবং বহিঃরাজ্যে আটকে পড়া ত্রিপুরার নাগরিকদের ফিরিয়ে আনার জন্য যাবতীয় খরচ ত্রিপুরা সরকার বহন করছে৷ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এই খরচ জোগানো হচ্ছে৷


আজ শ্রমিক স্পেশাল ট্রেনে করে যাঁরা ত্রিপুরা থেকে ফিরে যাচ্ছিলেন তাদের বক্তব্য, ত্রিপুরায় অবস্থানকালে ভালোভাবেই দিন কাটিয়েছে৷ ত্রিপুরা প্রশাসন তাদের জন্য খাবার এবং অর্থের যোগান সহ যাবতীয় সাহায্য সহযোগিতা করেছে৷ এজন্য তারা ত্রিপুরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *