সিকিম-এ প্রথম করোনা আক্রান্তের সন্ধান

গ্যাংটক, ২৩ মে (হি. স.) : উত্তর-পূর্বাঞ্চলে অন্যতম পর্যটন সমৃদ্ধ রাজ্য সিকিমেও অবশেষে করোনা থাবা বসিয়েছে। আজ প্রথম করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। দিল্লি থেকে আগত এক যুবকের কোভিড -১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি দক্ষিণ সিকিমের বাসিন্দা।

শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব ডাঃ পেম্পা টি ভুটিয়া করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছেন। ডাঃ ভুটিয়া বলেন, ২৫ বছর বয়সী ওই যুবকের নমুনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ (পশ্চিমবঙ্গ) পাঠানো হয়েছিল। তার কোভিড -১৯ পরীক্ষার রিপোর্টটি পজিটিভ এসেছে।

সচিব ভূটিয়ার মতে, ওই যুবক দিল্লির হায়দারপুরে থাকতেন এবং সেখানে কোচিং নিতেন। তিনি ১৭ মে দিল্লি থেকে বাসে শিলিগুড়ি আসেন। সেখান থেকে ১৯ মে তিনি সিকিম সরকারের এসএনটি বাসে চেপে সিকিম পৌছান। ডাঃ ভুটিয়া বলেন, ওই বাসে সিকিমের ১২ জন নাগরিক ছিলেন। সিকিম প্রবেশের সাথে সাথে তাদের সবাইকে একান্তবাসে রাখা হয়েছিল। তাঁরা এখনও সেখানেই রয়েছেন। তিনি বলেন, ২১ মে ওই যুবকের করোনা লক্ষণগুলি দেখা দিয়েছিল। তারপরেই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। আজ বিকেলে তার রিপোর্ট পজিটিভ এসেছে।

ডাঃ ভুটিয়া বলেন, এখন ওই বাস চালকেরও পরীক্ষা করা হবে। প্রসঙ্গত, সিকিম দেশের অন্যতম রাজ্য যেখানে কালকে পর্যন্ত কোনও করোনা-য় সংক্রমণের খবর পাওয়া যায়নি। উত্তর-পূর্বাঞ্চলে এখন শুধু নাগাল্যান্ডে কোন করোনা আক্রান্ত রোগী নেই।

এছাড়া, অসম, ত্রিপুরা, মনিপুর, মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে করোনা সংক্রমিত পাওয়া গিয়েছে। এদিকে, গতকাল পর্যন্ত অবস্থা বিবেচনায় সিকিম সরকার ১৫ই জুন থেকে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা জানিয়েছিল।