নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ শুক্রবার এম বি বি বিমান বন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার দুটি চাটার্ড বিমান৷ এই বিমানে করে ও.এন.জি.সি-র কর্মীরা বহিঃরাজ্য থেকে রাজ্যে আসেন৷ মুম্বাই ও দিল্লি থেকে কর্মীদের নিয়ে এই বিমান দুটি অবতরণ করে এম বি বি বিমান বন্দরে৷ এদিন সকালে বিমানবন্দরে এই বিমান দুটি অবতরণ করে৷
এদিন মুম্বাই থেকে আগত এয়ার ইন্ডিয়ার চাটার্ড বিমানে করে মোট ৩৮ জন যাত্রী আগরতলা আসেন৷ অন্যদিকে পুনরায় মুম্বাই ফিরে যাওয়ার সময় ৪২ জন যাত্রীকে সঙ্গে করে নিয়ে যায় বিমানটি৷ বিমানটি ডিব্রুগর হয়ে মুম্বাই যাবে৷ ডিব্রুগড়ে কিছু যাত্রী নামিয়ে সেখান থেকে বিমানে কিছু যাত্রী উঠবে৷ দিনের দ্বিতীয় বিমানটি আসে দিল্লি থেকে৷ মোট ৩২ জন যাত্রী নিয়ে আসে৷ এই যাত্রীরা সবাই ও.এন.জি.সি-র কর্মী৷ বিমানটি ফিরে যাওয়ার সময় একই রকম ভাবে ডিব্রুগড় হয়ে যাবে৷ মূলত ও.এন.জি.সি-র কর্মী যারা দিল্লি ও মুম্বাইতে আটকে পড়েন তাদের রাজ্যে আনতে এই চাটার্ড বিমান এদিন এম বি বি বিমান বন্দরে অবতরণ করে৷
একই রকম ভাবে যারা রাজ্যে যারা আটকে পড়েন তাদের ফিরিয়ে নেওয়া হয় বিমানে৷ এই বিষয়ে জানান এম বি বি বিমান বন্দরের টার্মিনাল ম্যানেজার৷ তবে যারা এদিন বিমান যাত্রা করেন তাদের আগাম স্বাস্থ্য পরীক্ষা করা হয়৷ একই সঙ্গে বিমান বন্দরে থাকা স্বাস্থ্য কর্মীরা তাদের প্রদেয় মেডিক্যাল রিপোর্ট সংগ্রহ করে তাদের বিমানে ওঠার অনুমতি প্রদান করেন৷ এম বি বি বিমান বন্দরে কেবল মাত্র থার্মাল স্ক্রিনিং ও যাত্রীদের প্রদেয় মেডিক্যাল রিপোর্ট যাচাই করা হচ্ছে বলে জানান এম বি বি বিমান বন্দরের টার্মিনাল ম্যানেজার৷ দীর্ঘ দিন বিমান পরিসেবা বন্ধ থাকার পর আগামী ২৫ মে থেকে পুনরায় চালু হতে যাচ্ছে৷ তার আগে এম বি বি বিমান বন্দর দিয়ে যাত্রী চলাচল এক প্রকার শুরু হল৷
বিমান চলাচল পুরোদমে শুরু হলে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়েই এদিন একটি মহড়া অনুষ্ঠিত হয় এম বি বি বিমানবন্দরে৷ কিভাবে দ্রুত এবং নিরাপদ ভাবে যাত্রীদের পরিষেবা প্রদান করা যায় নতুন নির্দেশিকা অনুযায়ী তার জন্য এদিন পরীক্ষা মূলক ভাবে কর্মীদের কাজে লাগানো হয়৷ এদিন ৮০ জন যাত্রী আগরতলায় আসে এবং একই সংখ্যক যাত্রী বিমানে যাত্রা করে৷

