নয়াদিল্লি, ২২ মে (হি. স.) : ভারতীয় বংশোদ্ভূত বিদেশী নাগরিকদের ভারত সফরের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশে কোভিড -১৯ মহামারী দেখা দেওয়ায় ভারতের বাইরে বিদেশী নাগরিকদের ভিসা এবং ভারতীয় বংশোদ্ভূত বিদেশী নাগরিকদের ওসিআই কার্ড স্থগিত করা হয়েছিল। শুক্রবার তা পুনরায় চালু করে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
এ-বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা আদেশে বলা হয়েছে, ওসিআই কার্ডধারীদের ভারতীয় বংশোদ্ভূত বিদেশে জন্ম ছোট বাচ্চাদের আসার অনুমতি দেওয়া হবে। এছাড়া যে কার্ডধারীদের পরিবারে জরুরি পরিস্থিতি দেখা দিয়েছে যেমন কারোর মৃত্যু হয়েছে, কেবল তাদেরকেই অনুমতি দেওয়া হবে। এছাড়া কোন দম্পতি যার একজনের কাছে ওসিআই কার্ড রয়েছে এবং উভয়ের ভারতে স্থায়ী ঠিকানা রয়েছে। এমন শিক্ষার্থীদের যাদের কাছে কার্ড রয়েছে, তবে তাদের বাবা-মা ভারতে থাকেন, তাদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে।