পারস্পরিক দূরত্ব বজায় না রাখলে বেসরকারি বাস মালিকদোকানীদের হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ পারস্পরিক দূরত্ব মেনেই চালাতে হবে বাস৷ এ-ক্ষেত্রে যাত্রীভাড়া বৃদ্ধি করা যাবে না৷ তাতে বেসরকারি যাত্রীবাহী বাস মালিকরা রাস্তায় বাস না নামালে পরিস্থিতি মোকাবিলায় সরকারি বাস চালানোর পরিকল্পনা নিয়েছে ত্রিপুরা সরকার৷ শুধু তা-ই নয়, বাসে যাত্রী পরিবহণে পারস্পরিক দূরত্ব বজায় রাখা না হলে ১০০০ টাকা জরিমানা করা হবে বলে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ এদিকে, দোকানেও পারস্পরিক দূরত্ব বজায় না থাকলে সংশ্লিষ্ট দোকানদারকে ১০০০ টাকা জরিমানা করা হবে৷


এ-বিষয়ে বুধবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, করোনা মোকাবিলায় পারস্পরিক দূরত্ব বজায় রাখা খুবই জরুরি৷ কিন্তু অনেক ক্ষেত্রে এই নিয়ম লঙ্ঘন করা হচ্ছে৷ তাঁর কথায়, দোকানে পারস্পরিক দূরত্ব বজায় রাখা না হলে দোকানদারকে ১০০০ জরিমানার জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ এ-ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম দোকানদারকে মানতেই হবে৷ অন্যথায় জরিমানা দিতে হবে৷


তিনি বলেন, বেসরকারি যাত্রীবাহী বাসের ক্ষেত্রেও নিয়মে পরিবর্তন আনা হয়েছে৷ এখন থেকে ৫০ শতাংশ আসনে যাত্রী নিয়ে গাড়ি চালাতে হবে, এমন নিয়ম আনার বিষয়ে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ শুধুমাত্র পারস্পরিক দূরত্ব বজায় রেখেই যাত্রীবাহী বাস চালাতে পারবে৷ কিন্তু এই নিয়ম লঙ্ঘন হলে ১০০০ জরিমানা আদায় করা হবে৷


তাঁর বক্তব্য, এখনই বেসরকারি যাত্রীবাহী বাস কিংবা ছোট গাড়িতে ভাড়া বৃদ্ধির পক্ষে নয় ত্রিপুরা সরকার৷ এক্ষেত্রে নির্দিষ্ট কিছু রুটে সরকারি বাস চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে৷ আগামীকাল পরিবহণ মন্ত্রী এ-বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন, বলেন শিক্ষামন্ত্রী৷ তাতে মনে করা হচ্ছে, পারস্পরিক দূরত্ব মেনে বাস চালাতে ভাড়া বৃদ্ধি না হলে বেসরকারি যাত্রীবাহী বাস মালিকরা পরিষেবা বন্ধ রাখতে পারেন৷ তাই যাত্রী সুবিধার্থে সরকারি পরিবহণ ব্যবস্থাকে কাজে লাগাতে চাইছে ত্রিপুরা সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *