পুলওয়ামা, ২১ মে (হি. স.) : ফের সন্ত্রাসী হামলায় এক সেনা জওয়ান শহীদ হয়েছেন। আরও দুই জওয়ান আহত হয়েছেন। পুলওয়ামা জেলায় পীরচু এলাকায় বৃহস্পতিবার ওই সন্ত্রাসী হামলায় আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনা জওয়ানরা পুরো এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান চালিয়েছে।
এদিন সেনা জওয়ানরা জেলায় পিরচু এলাকায় খাড়কদল-এ নাকা বসিয়েছিল। দুপুরের পর হটাত্ সন্ত্রাসী-রা নাকা পয়েন্টে হামলা শুরু করে দেয়। সন্ত্রাসীরা সেখানে নির্বিচারে গুলি ছুড়তে থাকে। সেনা জওয়ানরাও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেন। কিছুক্ষন গোলাগুলি-র পর সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে, গোলাগুলিতে সেনা বাহিনীর তিন জওয়ান আহত হন। আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, এক জওয়ান হাসপাতালে পৌছানোর আগেই শহীদ হয়ে যান। তবে, বাকি দুই জওয়ান-কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই সেনা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় এ-নিয়ে সেনা বাহিনীর উপর দ্বিতীয় হামলা করেছে সন্ত্রাসবাদীরা। বুধবার সন্ত্রাসীরা শ্রীনগরের পাঁচদ এলাকায় বিএসএফের একটি টহলদারি অভিযানে আক্রমণ করেছিল। ওই হামলায় বিএসএফের ৩৭ নম্বর ব্যাটেলিয়ানের দুই জওয়ান শহীদ হয়েছিলেন।