ভুবনেশ্বর, ২০ মে (হি. স.): ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। যে কোনও পরিস্থিতি মোকাবিলা করতে সক্রিয় প্রশাসন।আবহাওয়া দফতরের মতে আমফানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে ওডিশা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি।ফলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওডিশা বিভিন্ন জেলা থেকে ১ লক্ষ ৩৭ হাজারের বেশি বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।
বুধবার ওডিশার স্পেশাল রিলিফ কমিশনার পি কে জেনা জানিয়েছেন, আগামী ছয় থেকে আট ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।পশ্চিমবঙ্গের সুন্দরবনে আছড়ে পড়বে আমফান।বর্তমানে এই ঘূর্ণিঝড়ের অবস্থান সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, পারাদ্বীপের দক্ষিণ পূর্বে ১১০ কিলোমিটার দূরে আমফান অবস্থান করছে। প্রতি ঘন্টায় ১৮ থেকে ১৯ কিলোমিটার গতিবেগে ছুটে চলেছে সে। এদিন বিকেলে পশ্চিমবঙ্গের সুন্দরবনে আছড়ে পড়বে আমফান। ফলে আগামী ছয় থেকে আট ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওডিশার বিভিন্ন জেলা থেকে ১ লক্ষ ৩৭ হাজারের বেশি স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।বালাসোর এবং ময়ূরভঞ্জ জেলার কয়েকটি অঞ্চলে এখনো উদ্ধার কাজ চলছে। এদিন সকালে পারাদ্বীপ ঘন্টায় ১০২ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছিল। আগামী কয়েক ঘণ্টার মধ্যে এই হাওয়ার গতিবেগ বেড়ে দাঁড়াবে ১১০ থেকে ১২৫ কিলোমিটার প্রতি ঘন্টায়।