হোজাই (অসম), ২০ মে (হি.স.) : মধ্য অসমের হোজাই জেলার অন্তর্গত ডবকা রাজস্ব চক্র এলাকার দেবস্থানের ২ মাসের শিশু ও তার বাবা করোনা ভাইরাসে আক্ৰান্ত হয়েছেন। গতকাল এই খবর দিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। আক্রান্ত বাবা সইফ উদ্দিনের সঙ্গে তাঁর মুম্বাই নিবাসী স্ত্রী তৈয়বুননেসা এবং দু মাসের শিশুসন্তান মহম্মদ সরতাজ সুদূর মুম্বই থেকে গত রবিবার (১৭ মে) রাতে যাত্রীবাহী বাসে এসেছিলেন। গুয়াহাটিতে সরুসজাইয়ে তাঁদের সোয়াব সংগ্রহ করে ডবকার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কারণ কোলের শিশু থাকার দরুন দম্পতিকে তাঁদের স্বগৃহে একান্তবাসে পাঠানো হয়।
গতকাল অৰ্থাৎ মঙ্গলবার দু মাসের ছেলে এবং বাবার শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। দুঃসংবাদটি সইফ উদ্দিনকে জানানো হয়। জানানো হয় হোজাই জেলা স্বাস্থ্য দফতরকে। এই খবরের ভিত্তিত হোজাইয়ের স্বাস্থ্যকর্মীরা সম্পূর্ণ করোনা বিধি অনুযায়ী তাদের গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। সঙ্গে নেওয়া হয়েছে শিশু মহম্মদ সরতাজের মা তৈয়বুননেসাকেও। প্রসঙ্গত শিশুসন্তান ও তার বাবা করোনায় আক্রান্ত হলেও স্ত্রী তৈবুননেসার শরীরে এই মারণ ভাইরাসের উপস্থিতি ধরা পড়েনি। এদিকে এ ঘটনায় ডবকার দেবস্থান এলাকায় করোনার আতঙ্ক ছড়িয়েছে।
এখানে উল্লেখ করা যেতে পারে, শিশুটির মা তৈয়বুননেসা মূলত মুম্বইয়ের ওশিওয়াডার বাসিন্দা। সইফ উদ্দিনের সঙ্গে বিয়ে হওয়ার পর এই প্ৰথম কোলে দু মাসের সন্তান নিয়ে স্বামীর বাড়ি এসেছিলেন তৈয়বুননেসা। মুম্বইয়ে গত ১১ বছর ধরে বিভিন্ন পাৰ্টি, বিয়ের অনুষ্ঠান, সভা, এমন-কি বলিউড পাৰ্টির আয়োজনের কাজের সঙ্গে জড়িত ছিলেল সইফ।
এদিকে সইফ উদ্দিনের পরিবার এই কয়দিন আর কার কার সংস্পৰ্শে এসেছে তার তালিকা খুঁজছে হোজাই জেলা প্ৰশাসন।