করোনা ভীতি : চেন্নাই ফেরত ৭ জনকে বাড়িতেঢুকতে বাধা গ্রামবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ লকডাউনে বাড়িতে ফিরেও বিড়ম্বনা কাটেনি৷ চেন্নাই থেকে ট্রেনে গৃহরাজ্য ত্রিপুরায় ফিরেছিলেন সাতজন৷ কিন্তু তাঁদেরকে বাড়িতে ঢুকতে দেননি প্রতিবেশীরা৷ ফলে তাঁদের জঙ্গলে আশ্রয় নিতে হয়েছিল৷ আজ মঙ্গলবার প্রশাসনের উদ্যোগে গ্রামবাসীদের বোঝানোর পর তাঁদের জঙ্গল থেকে ফিরিয়ে আনা হয়েছে৷ ধলাই জেলায় কমলপুর মহকুমায় জামথুং এলাকায় সংগঠিত ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷


গতকাল চেন্নাই থেকে ত্রিপুরার নাগরিকদের ট্রেনে ফিরিয়ে আনা হয়েছে৷ তাঁদের মধ্যে কমলপুর মহকুমার কচুছড়া থানাধীন জামথুং এলাকার সাত বাসিন্দা বাড়ি ঢুকতে পারেননি৷ তাঁদের প্রতিবেশীরা বাড়িতে ঢুকতে বাধা দেন৷ ফলে তাঁরা রাতে পার্শবর্তী জঙ্গলে আশ্রয় নেন৷ আজ খবর পেয়ে মহকুমা প্রশাসন তাঁদের বাড়িতে ঢোকার ব্যবস্থা করেছে৷ ওই সাতজন মূলত হালাম জনগোষ্ঠীর৷ তাই মহাবীর তহশিলের তহশিলদারকে গ্রামবাসীদের বোঝানোর জন্য পাঠিয়েছিলেন মহকুমাশাসক৷ এতে তারা আশ্বস্ত হন এবং ওই সাতজন ফিরিয়ে আনতে সম্মতি দেন৷


কমলপুর মহকুমাশাসক সুশান্ত সরকার বলেন, করোনা নিয়ে মানুষের মনে ভীতির সঞ্চার হয়েছে৷ ফলে চেন্নাই ফেরত ওই সাতজনকে বাড়িতে ঢুকতে গ্রামবাসীরা বাধা দেন৷ তবে তাদের বোঝানো হয়েছে এবং কচুছড়া থানার পুলিশ গিয়ে ওই সাতজনকে ফিরিয়ে এনেছে৷ তিনি বলেন, ওই সাতজনকে পৃথক একটি বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে৷ পাশাপাশি গ্রামবাসীরাই তাদের খাবারের বন্দোবস্ত করছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *