করোনা : সচেতনতার লক্ষ্যে বাজারে ব্যবসায়ীদের মাস্ক বিলি ডিওয়াইএফআই’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ করুণা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা তৈরি করতে পথে নামল যুব সংগঠন ডিওয়াইএফআই৷ সংগঠনের শহর দক্ষিণাঞ্চল কমিটির পক্ষ থেকে শনিবার কারগিল চৌমুহনী বাজারে এক সচেতনতামূলক প্রচার সংগঠিত করা হয়৷ ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের মধ্যে মাস্ক স্যানিটাইজার সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়৷

সচেতনতামূলক এই অভিযানে নেতৃত্ব দেন প্রাক্তন যুবনেতা অমল চক্রবর্তী৷ বাজারের ক্রেতা বিক্রেতাদের মধ্যে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়৷ সচেতনতামূলক প্রচার অভিযানের সামিল হয়ে প্রাক্তন যুবনেতা অমল চক্রবর্তী বলেন করোনা ভাইরাস সংক্রমিত পরিস্থিতিতে লকডাউন ঘোষণার ফলে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছেন গরিব মেহনতী অংশের মানুষ৷

সরকার যেসব কর্মসূচি ঘোষণা করেছে তাতে গরীব মেহনতী মানুষের তেমন কোনো উপকার হচ্ছেনা বলে তিনি অভিযোগের আঙ্গুল তুলেছেন৷ এইসব অংশের মানুষের জন্য আরও প্রকল্প ঘোষণা করার জন্য তিনি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন৷ বাম যুব সংগঠন সাধ্যমতো জনগণের মধ্যে মাস্ক স্যানিটাইজার সহ খাদ্য সামগ্রী প্রদান করে চলেছে বলেও তিনি উল্লেখ করেন৷ করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় কেন্দ্রীয় সরকার লকডাউন ঘোষণা করায় তাঁর প্রতি তিনি অবশ্য সহমত পোষণ করেন৷ প্রত্যেক জনগণকে লকডাউন এর নিয়ম কানুন মেনে চলার জন্য তিনি পরামর্শ দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *