ভারতে করোনায় মৃত্যু বেড়ে ২,৮৭২ জন, আক্রান্ত ৯১ হাজার ছুঁইছুঁই : স্বাস্থ্য মন্ত্রক

নয়াদিল্লি, ১৭ মে (হি.স.): করোনাভাইরাসের প্রকোপ থেকে মুক্তি মিলছেই না। প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে কোভিড-১৯-এ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ২,৮৭২ এবং সংক্রমিত ৯০,৯২৭ জন। ইতিমধ্যেই ভারতে করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ৩৪,১০৯ জন। বিগত ২৪ ঘন্টার মধ্যেই ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪,৯৮৭ জন এবং মৃত্যু হয়েছে ১২০ জনের, যা এখনও পর্যন্ত সবথেকে বেশি। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৯০,৯২৭ জন (সক্রিয় করোনা রোগী ৫৩,৯৪৬)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২,৮৭২। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৩৪,১০৯ জন।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ২,৮৭২ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৪৯ জনের মৃত্যু হয়েছে, অসমে দু’জনের, বিহারে ৭ জনের, চন্ডীগড়ে ৩ জন, দিল্লিতে ১২৯ জনের, গুজরাটে ৬২৫ জনের, হরিয়ানায় ১৩ জনের, হিমাচল প্রদেশে ৩ জনের, জম্মু-কাশ্মীরে ১২ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের, কর্ণাটকে ৩৬ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৪ জন, মধ্যপ্রদেশে ২৪৩ জন, মহারাষ্ট্রে ১১৩৫ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ৩ জনের, পুদুচেরি একজন, পঞ্জাবে ৩২ জন, রাজস্থানে ১২৬ জনের, তামিলনাড়ুতে ৭৪ জন, তেলেঙ্গানায় ৩৪ জন, উত্তরাখণ্ডে একজন, উত্তর প্রদেশে ১০৪ জন এবং পশ্চিমবঙ্গে ২৩২ জন প্রাণ হারিয়েছেন।


করোনা-প্রকোপে মহারাষ্ট্রের পরিস্থিতি এখনও সবচেয়ে শোচনীয়। মহারাষ্ট্রে রবিবার সকাল আটটা পর্যন্ত করোনা-আক্রান্তের সংখ্যা ৩০,৭০৬, দিল্লিতে ৯৩৩৩, তামিলনাড়ুতে ১০,৫৮৫, অন্ধ্রপ্রদেশে ২৩৫৫ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৩ জন ( প্রত্যেকেই সুস্থ) অরুণাচল প্রদেশে একজন, অসমে ৯২ জন, বিহারে ১১৭৯ জন, চন্ডীগড়ে ১৯১ জন, ছত্তিশগড়ে ৬৭ জন, দাদর নগর হাভেলিতে একজন, গোয়ায় ১৭ জন (সুস্থ ৭ জন), গুজরাটে ১০৯৮৮ জন, হরিয়ানায় ৮৮৭ জন, হিমাচল প্রদেশে ৭৮ জন, জম্মু-কাশ্মীরে ১১২১ জন, ঝাড়খণ্ডে ২১৭ জন, কেরলে ৫৮৭, কর্ণাটকে সংক্রমিত ১০৯২ জন, লাদাখে ৪৩ জন, মধ্যপ্রদেশে ৪৭৮৯ জন, মণিপুরে ৭ জন (দু’জন সুস্থ), মেঘালয় ১৩ জন, মিজোরামে একজন, ওডিশায় ৭৩৭ জন, পুদুচেরিতে ১৩ জন, পঞ্জাবে ১৯৪৬ জন, রাজস্থানে ৪৯৬০ জন, তেলেঙ্গানায় ১৫০৯ জন, ত্রিপুরায় ১৬৭ জন, উত্তরাখণ্ডে ৮৮ জন, উত্তর প্রদেশে ৪২৫৮ এবং পশ্চিমবঙ্গে ২৫৭৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *