নয়াদিল্লি, ১৬ মে (হি.স.) :: আগামী ১৫ দিনের মধ্যে ৮ কোটি পরিযায়ী শ্রমিককে রেশন তুলে দিতে চায় কেন্দ্রীয় সরকার। এর জন্য রেশন বণ্টনের জন্য অবিলম্বে কেন্দ্রের পাঠানো খাদ্যশস্য সংগ্রহ করতে রাজ্যগুলিকে অনুরোধ করেছেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসওয়ান । রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কোনও রেশন কার্ডই নেই, এমন পরিযায়ী শ্রমিকদের হাতেই এই রেশন তুলে দেওয়া হবে।
কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের দাবি অনুযায়ী, এই রেশনের ফলে শুধুমাত্র উত্তর প্রদেশেই ১ কোটি ৪২ লক্ষ মানুষ উপকৃত হবেন। এর পাশাপাশি বিহারে (৮৬.৪৫ লক্ষ), মহারাষ্ট্রে (৭০ লক্ষ), পশ্চিমবঙ্গে (৬০.১ লক্ষ), মধ্যপ্রদেশে (৫৪.৬৪ লক্ষ), রাজস্থানে (৪৪.৬৬ লক্ষ), কর্ণাটকে (৪০.১৯ লক্ষ), গুজরাতে (৩৮.২৫ লক্ষ), তামিলনাড়ুতে (৩৫.৭৩), ঝাড়খণ্ডে (২৬.৩৭ লক্ষ), অন্ধপ্রদেশে (২৬.৮২ লক্ষ) এবং অসমে (২৫.১৫ লক্ষ) পরিযায়ী শ্রমিক উপকৃত হবেন।
রাজধানী দিল্লিতেও সাত লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক এই রেশন পেয়ে উপকৃত হবেন। পরিবারের প্রত্যেককে পাঁচ কেজি করে খাদ্যশস্য এবং ১ কেজি করে ছোলার ডাল দেওয়া হবে। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর দাবি, যদি দেখা যায় এই হিসেবের বাইরে আরও পরিযায়ী শ্রমিককে রেশন দিতে হবে, তার জন্যও অতিরিক্ত খাদ্যশস্য রাজ্যগুলিকে পৌঁছে দিতে প্রস্তুত কেন্দ্রীয় সরকার। আগামী দু’ মাসের জন্য রেশন কার্ড বিহীন পরিযায়ী শ্রমিকদের হাতে এই রেশন তুলে দেবে কেন্দ্রীয় সরকার।