BRAKING NEWS

সোমবার প্রকাশিত হবে দশম-দ্বাদশ শ্রেণীর সিবিএসই পরীক্ষার সূচি

নয়াদিল্লি, ১৬ মে (হি.স.) : আজ নয়, সোমবার প্রকাশিত হবে দশম-দ্বাদশ শ্রেণীর সিবিএসই পরীক্ষার সূচি । শনিবার বিকেল চারটে ৪২ মিনিটে টুইট করে একথা জানান কেন্দ্রীয় মানবসম্পদ ও উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।

আজ বিকেল পাঁচটার সময় প্রকাশিত হবে দশম-দ্বাদশ শ্রেণীর সিবিএসই পরীক্ষার সূচি। শনিবার টুইট করে এমনটাই জানিয়েছিলেন কেন্দ্রীয় মানবসম্পদ ও উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।কিন্তু নির্ধারিত সময়ের আগেই টুইট করে তিনি জানিয়েছেন আগামী সোমবার নির্ঘণ্ট প্রকাশ করা হবে। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী টুইটারে জানিয়েছেন, অতিরিক্ত কিছু প্রযুক্তিগত বিষয় পর্যালোচনার কারণে নির্ঘণ্ট চূড়ান্ত করায় বিলম্ব হচ্ছে। এই কারণে এ দিন বিকেলের বদলে সোমবার সিবিএসই ওই ঘোষণা করবে। এর জেরে তৈরি হওয়া অসুবিধার জন্য তিনি দুঃখ প্রকাশও করেছেন।

প্রসঙ্গত, করোনাভাইরাসের জেরে দেশব্যাপী লকডাউন আরোপ করা হলে সিবিএসই দশম ও একাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা অসম্পূর্ণ থেকে গিয়েছে। যে সমস্ত বিষয়ে পরীক্ষা নেওয়া যায়নি, সেগুলি ফের আয়োজিত হবে বলে এর আগে ঘোষণা করে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। সিবিএসই দশম-দ্বাদশ শ্রেণীর বাকি থাকা পরীক্ষা নিয়ে গত শুক্রবার ৮ মে কেন্দ্রীয় মানবসম্পদ ও উন্নয়নমন্ত্রক জানিয়েছিল জুলাই মাসের ১-১৫ তারিখের মধ্য আয়োজিত হবে এই পরীক্ষা। তারই প্রেক্ষিতে এ দিন সকালে পোখরিয়াল ঘোষণা করেন, বিকেল পাঁচটার সময় উল্লিখিত পরীক্ষাগুলির নির্ঘণ্ট প্রকাশ করা হবে। নতুন নির্ঘণ্টের বিষয়ে জানতে হলে সিবিএসই ওয়েবসাইট এবং তাঁর টুইটার পোস্টের দিকে নজর রাখার জন্য পরীক্ষার্থীদের সচেতন করেন মন্ত্রী। শেষ পর্যন্ত সেই অপেক্ষা পিছিয়ে সোমবার পর্যন্ত গড়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *