নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া/ আগরতলা, ১৩ মে৷৷ রাজ্যে আত্মহত্যার ঘটনা যেন পিছু ছাড়ছে না৷ প্রতিদিনই কোথাও না কোথাও আত্মহত্যার খবর রয়েছেই শিরোনামে৷ ফের এক নাবালিকা ফাঁসি দিয়ে আত্মহত্যা করল৷ ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন ৪১ মাইল এলাকায় আজ তথা বুধবার বিকাল প্রায় তিনটা নাগাদ৷
ঘটনার বিবরণে জানা যায়, মুঙ্গিয়াকামী থানাধীন ৪১ মাইল এলাকায় এক নাবালিকা কন্যা আজ তথা বুধবার অন্যান্য দিনের মতো জুম ক্ষেতে যায় দুপুর দেড়টা নাগাদ৷ কিন্তু কিছু মুহূর্তের পর সবার অলক্ষ্যে এই নাবালিকা কন্যাটি জুম ক্ষেতের অনতিদূরে একটি টংঘরে ফাঁসি দেয়৷ পরক্ষণে বিকালে উপজাতি কিছু সংখ্যক যুবক গুলতি নিয়ে ঐ এলাকায় পাখি মারার জন্য গিয়ে প্রত্যক্ষ করে একটি মৃতদেহ ঝুলছে টংঘরের মধ্যে৷ সাথে সাথেই যুবকরা আৎকে উঠে মুঙ্গিয়াকামী থানায় খবর দেয়৷ খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে এনে রাখে বুধবার সন্ধ্যা ৭ টা নাগাদ, ময়না তদন্তের জন্য৷ এদিকে এই ১২ বছর বয়সী নাবালিকার আত্মহত্যার ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷
এদিকে, রাজধানীর উত্তর জয়নগর এলাকায় নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করলো এক ব্যক্তি৷ মৃত ব্যক্তির নাম আশিস চৌধুরী৷ উত্তর জয়নগর এলাকায় এক আবাসনে ভাড়া থাকতেন আশিস চৌধুরী৷ একমাত্র মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন৷ স্বামী-স্ত্রী দুজন এই আবাসনে থাকতেন৷ বুধবার আশিস চৌধুরীর স্ত্রী অন্যত্র এক অনুষ্ঠানে যায়৷ পেশায় ওষুধ ব্যবসায়ী আশিস চৌধুরী ঘরে একাই ছিলেন৷ এই সুযোগে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে আশিস চৌধুরী৷ বিকালে আশিস চৌধুরীর স্ত্রী আবাসনে এসে নিজের ঘরের দরজা খুলতেই দেখতে পান স্বামী ফাঁসিতে ঝুলছে৷ সাথে সাথে তিনি আবাসনের অন্যান্য লোকদের ডাকেন৷ খবর দেওয়া হয় পুলিশকে৷ পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়৷ তবে আশিস চৌধুরী কেন আত্মহত্যা করেছে তা নিয়ে সকলে ধোঁয়াশায়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া৷