নয়াদিল্লি, ১৪ মে (হি.স.): এই মুহূর্তে তাকে ফিরিয়ে নিতে রাজি নয় জার্মানি । প্রায় দুই মাস আটকে দিল্লি বিমানবন্দরে আটকে জার্মান নাগরিক । করোনার জেরে আন্তর্জাতিক উড়ান বন্ধ হয়ায় ১৮ মার্চ থেকে দিল্লি বিমানবন্দরে আটকে রয়েছেন এডগার্ড জাভেথ নামে ওইজার্মান নাগরিক। এই মুহূর্তে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রানজিট পয়েন্টে দিন কাটাচ্ছেন এডগার্ড।
করোনা পরিস্থিতিতে গত ১৮ মার্চ আন্তর্জাতিক উড়ান চলাচল বন্ধ করে দেওয়ার পর দিল্লি বিমানবন্দরে দুজন শ্রীলংকার, একজন ফিলিপিনস ও একজন মলদ্বীপের নাগরিকের সঙ্গে আটকে পড়ে ছিলেন এডগার্ডও। বিষয়টি সংশ্লিষ্ট দেশের দূতাবাসকে জানানো হলে শ্রীলংকা, মলদ্বীপ ও ফিলিপিনস দূতাবাস তাদের চার নাগরিককে ফিরিয়ে নেয়। কিন্তু জার্মান দূতাবাসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় এডগার্ডের বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে তাই তাকে তারা কোনোভাবেই সাহায্য করবে না। জার্মান দূতাবাসের ওই বক্তব্যের পর সমস্যায় পড়ে দিল্লি পুলিশের নিরাপত্তায় থাকা অফিসার ও কর্মীরা।
এই অবস্থায় এডগার্ডকে কোথায় রাখা হবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে তারা। শেষ পর্যন্ত এডগার্ডকে বিমানবন্দরের ট্রানজিট পয়েন্টে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু রাখা নয়, তাকে প্রতিদিন দু’বেলা নিয়ম করে খাবার, পানীয় জল দেওয়া হয়। দেওয়া হয়েছে মশারি অন্যান্য জিনিসপত্র।