BRAKING NEWS

করোনা : সুস্থ হয়ে উঠায় ১৪ বিএসএফ জওয়ানকে দেয়া হল হাসপাতাল থেকে ছুটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ করোনা-আক্রান্ত বিএসএফ জওয়ানদের মধ্যে ১৪ জনকে আজ বুধবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে৷ তাঁদের শালবাগানস্থিত বিএসএফ হাসপাতালে রাখা হবে৷ কেন্দ্রীয় নির্দেশিকা মোতাবেক ১০ দিনের চিকিৎসাধীন সময়সীমা অতিক্রান্ত হওয়ায় তাঁদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে আজ৷ তাঁদের মধ্যে বিএসএফ-এর প্রথম দুই করোনা আক্রান্তের নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ রিপোর্ট নেগেটিভ এসেছে৷


আজ স্বাস্থ্য দফতরের আধিকারিক বলেন, প্রথম তিন ধাপে বিএসএফ-এর করোনা আক্রান্তের ১০ দিন চিকিৎসাধীন সময়সীমা সমাপ্ত হয়েছে৷ তাতে, ১৪ জন জওয়ানকে আজ হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়৷ তাঁর কথায়, প্রথমে দুই, তার পরদিন ১২ এবং তার পরেরদিন ১৩ জন করোনা আক্রান্ত বিএসএফ জওয়ানের নির্ধারিত চিকিৎসার সময়সীমা সমাপ্ত হচ্ছে৷ তিনি বলেন, বিএসএফ কর্তৃপক্ষ ওই সকল জওয়ানদের রাখার ব্যবস্থা করবে৷


বিএসএফ আধিকারিক সিএল বেল্বা বলেন, করোনা আক্রান্ত জওয়ানদের শালবাগানস্থিত বাহিনীর হাসপাতালে রাখা হবে৷ সেখানে ৩৫টি শয্যা রয়েছে৷ সাথে তিনি যোগ করেন, খোয়াই জেলায় চারগড়িয়া বিওপি-তে ৫০ শয্যার একান্তবাস কেন্দ্র স্থাপন করা হয়েছে৷ সেখানেও প্রয়োজনে বিএসএফ জওয়ানদের রাখা যাবে৷


প্রসঙ্গত, ত্রিপুরায় ১৫০ জন বিএসএফ জওয়ান ও তাদের পরিবারের সদস্য আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে মহিলা ও শিশু রয়েছে৷ আজ ১৪ জনকে ছুটি দেওয়া হয়েছে, বাকিদেরও পর্যায়ক্রমে ছুটি দেওয়ার প্রক্রিয়া শুরু হবে৷ কারণ, তারা সকলেই সুস্থ এবং করোনা লক্ষণহীন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *