করোনা আতঙ্কে ১৭ হাজার বন্দীকে জামিন দেওয়ার ঘোষণা মহারাষ্ট্র সরকারের

মুম্বই, ১২ মে (হি. স.):  করোনা আতঙ্কের জের।মহারাষ্ট্রের জেলে বন্দী ১৭ হাজার কয়দীকে অস্থায়ীভাবে জামিন দেওয়া ঘোষণা করলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। জেলের ভেতর যাতে করোনা সংক্রমণ ছড়িয়ে না যায়। সেই জন্যই এই ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার অনিল দেশমুখ জানিয়েছেন, আর্থার রোড জেলে ১৮৫ জন কয়দীর শরীরে করোনা মিলেছে। ভায়খোলা সহ অন্যান জেলাগুলোতে করোনা সংগ্রমণ ছড়িয়ে পড়েছে। এই সকল কয়দীর চিকিৎসা রাজ্যের বিভিন্ন হাসপাতালে চলছে।

ফলে  রাজ্য সরকার জেলে বন্দী ৫০ শতাংশ কয়দীর জামিনে মুক্তির ঘোষনায় করেছে। মহারাষ্ট্রের ৪৮ জেলের মধ্যে ৩৫ হাজারের বেশি কয়দী রয়েছে  করোনার জেরে রাজ্যের প্রতিটি জেল সিলড করে দেওয়া হয়। কিন্তু জেলাগুলিতে ধারণ ক্ষমতার থেকে বেশি কয়দী হওয়ায় করোনা সংক্রমণ ছড়ানোর প্রবণতা বেড়ে যায়। পরিস্থিতি মোকাবিলা করার জন্য হাইপাওয়ার্ড কমিটি গঠন করা হয়। সেই কমিটি সোমবার রাজ্য সরকারের কাছে এই সুপারিশ করে যে জেলার কয়দীদের ৫০ শতাংশ কে জামিনে ছেড়ে দিতে হবে। সেই অনুযায়ীই এই ঘোষণা করা হয়।