BRAKING NEWS

ঝুঁকিপূর্ণ এলাকায় জল নিয়ে ঝামেলা, মন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় দুই পাড়ার মধ্যে সৃষ্ট ঝামেলাকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল৷ শেষে খাদ্যমন্ত্রী মনোজকান্তি দেবের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়৷
জল সংগ্রহে বাধা দেওয়া হচ্ছে অভিযোগে ধলাই জেলার কমলপুর মহকুমায় করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় কিছু সময়ের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল৷ এ-বিষয়ে স্থানীয় বিধায়ক তথা খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, ধলাইঘাট বিওপি-তে এক বিএসএফ জওয়ানকে করোনা আক্রান্ত পাওয়া গিয়েছে৷ ফলে, ওই বিওপি-র তিন কিমি এলাকা ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে৷ তিনি বলেন, কমলপুরের মোহনপুর পঞ্চায়েতের গোয়ালমারা এলাকায় মিশ্র বসতি৷ সেখানে গেট দেওয়া নিয়ে স্থানীয়দের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছিল৷ তবে, এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে৷


স্থানীয়দের অভিযোগ, করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের তরফে গেট বসানো হয়েছে৷ তা সত্ত্বেও একাংশ স্থানীয় জনগণ আলাদাভাবে গেট বসিয়েছেন৷ সেই গেট খুলে দেওয়া হয়েছিল৷ তার পর ফের বসিয়ে দেন তাঁরা৷ তাতে, জল আনতে আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে৷ খাদ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে আমাদের সংযত থাকতে হবে৷ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে৷ তিনি সকলের কাছে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *