নয়াদিল্লি, ১০ মে (হি. স.): দেশজুড়ে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। কিন্তু এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী সংক্রমণ বা কমিউনিটি ট্রান্সমিশন হয়নি। সোমবার এই দাবি করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে।
এদিন রাজধানী দিল্লিতে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্মসচিব লভ আগরওয়াল জানিয়েছেন, কয়েকটি রাজ্যে করোনা বেড়ে চলেছে কারণ সেখানে ক্লাস্টার অঞ্চলগুলিতে সংক্রমণ ছড়িয়েছে। সংক্রমিত সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজ চলছে। ক্লাস্টার অঞ্চলে করোনার সংক্রমণ বাড়লেও সেখানে গোষ্ঠী সংক্রমণ ছড়ায়নি।করোনা সুস্থ হয়ে ওঠা রোগীদের সংখ্যা দিনকে দিন বাড়ছে।বর্তমান সময় ৩১.৫ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছে।
লভ আগরওয়াল আরও জানিয়েছেন, করোনায় আক্রান্ত রোগীদের সুস্থ হয়ে হাসপাতাল থেকে ডিসচার্জ করার নীতি ও পরিবর্তন করা হচ্ছে। করোনায় সুস্থ হওয়া ব্যক্তির দ্বিতীয়বারের জন্য পরীক্ষা হবে না। বিশ্বের অন্যান্য দেশ গুলিতে এই নীতি প্রযোজ্য।