BRAKING NEWS

মাটির দেওয়াল ধসে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ মে৷৷ মর্মান্তিক এক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে উদয়পুর মহকুমা ধীন বাগমা বিধানসভা কেন্দ্র অধীন লক্ষীপতি এলাকায়৷ শনি পূজোর প্রসাদ খেয়ে ঘরে ফেরা হলো না এক শিশু কন্যার৷ বাড়ির ভগ্ণ মাটির দেওয়াল ভেঙ্গে মাটির চাপায় মর্মান্তিক ভাবে মৃত্যু হলো ১২ বছরের এক নাবালিকার ন শনিবার রাতে পিত্রা পুলিশ ফাঁড়ির লক্ষ্মীপতি গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় ন ঘটনার বিবরণে জানা যায় শনিবার সন্ধ্যায় প্রিয়াঙ্কা মজুমদার তার প্রতিবেশী বাড়িতে শনি পূজার প্রসাদ খেতে গিয়েছিলো ন সেখান থেকেই বাড়ি ফেরার পথে নিজ বাড়িতে ভগ্ণপ্রায় মাটির দেওয়াল ধসে পড়ে তার উপর৷

মাটি খুঁড়ে প্রিয়াঙ্কাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে তাকে মহারানী প্রাথমিক হাসপাতালে এবং পরে গোমতী জেলা হাসপাতালে পাঠানো হলে হাসপাতালেই প্রিয়াঙ্কার মৃত্যু ঘটে ন প্রিয়াঙ্কা ছিলো ষষ্ঠ শ্রেণির ছাত্রী ন স্থানীয় সূত্রে জানা যায় মৃত নাবালিকা কন্যার বাবা বিশ্বজিৎ মজুমদার বর্তমানে কর্মসূত্রে সৌদি আরবে রয়েছেন ন বাড়িতে প্রিয়াঙ্কার ছোট্ট একটি বোন ও মা রয়েছে বলে জানা যায় ন বাবার অবর্তমানে দরিদ্র এই পরিবারে মর্মান্তিক এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ন রবিবার প্রিয়াঙ্কা মজুমদারের নিথর দেহ পোস্টমর্টেম এর পর পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে৷ এদিকে মর্মান্তিক এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সমস্ত লোকজন সহ পাড়া প্রতিবেশী সকলে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *