নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ রাজধানী সংলগ্ণ বনকুমারি হাসপাতাল পাড়ার পশু হাসপাতালের বারান্দা থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ৷মৃত ব্যক্তির নাম শম্ভু দাস৷ পেশায় বনকুমারি বাজারের নৈশপ্রহরী৷ একই সঙ্গে ফেরি করে জিনিসপত্র বিক্রয় করতে বলেও জানা গেছে৷
রবিবার পশু হাসপাতালের বারান্দায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় শম্ভু দাসের মৃতদেহ৷ মৃত ব্যক্তির দুই পুত্র ও দুই কন্যা এবং স্ত্রী বর্তমান৷ এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন বলে জানায় বাসিন্দারা৷ আত্মহত্যার বিষয়টি স্পষ্ট নয় কারুর কাছে৷ ঘটনার খবর পেয়ে ছুটে যায় কলেজ টিলা ফাঁড়ির পুলিশ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়৷ গৃহকর্তার এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া৷