BRAKING NEWS

দিল্লি বিশ্ববিদ্যালয় : হস্টেল ছাড়তে হবে না উত্তরপূর্বীয় আবাসিকদের, স্বস্তি দিয়ে ঘোষণা কেন্দ্ৰের

গুয়াহাটি, ১১ মে (হি.স.) : লকডাউনে দিল্লি বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলিতে অসম তথা উত্তর-পূৰ্বাঞ্চলের ছাত্ৰছাত্ৰীরা বিনা বাধায় থাকতে পারবেন। কেন্দ্ৰীয় ‘ডেভেলপমেন্ট অব নর্থইস্ট রিজিওন’ (ডোনার) দফতরের মন্ত্ৰী ড. জিতেন্দ্ৰ সিং টুইট করে এই খবর দিয়েছেন।

উল্লেখ্য, দুদিন আগে দিল্লি বিশ্ববিদ্যালয় কৰ্তৃপক্ষ ‘নর্থ ইস্টার্ন স্টুডেন্টস হাউজ ফর উইমেন’ নামের হস্টেলের উত্তরপূৰ্বীয় ছাত্ৰীদের মেচ খালি করার নির্দেশ জারি করেছিলেন। বলা হয়েছিল, এই হস্টেলের বর্তমান আবাসিকদের থাকার মেয়াদ শেষ হয়ে গেছে। তাই আগামী ৩১ মে-র মধ্যে হস্টেল খালি করতে নির্দেশ দেওয়া হয়েছিল।

লকডাউনের কবলে পড়ে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যেক ১৩ জন ছাত্ৰী ‘নর্থ ইস্টার্ন স্টুডেন্টস হাউজ ফর উইমেন’ নামের হস্টেলে আটকে পড়েন। মেয়াদ শেষ হলেও তাঁরা নিজেদের বাড়ি ফিরে আসতে পারছিলেন না। বিষয়টি নেওয়া হয় কেন্দ্রীয় সরকারের নজরে। তার পরই কেন্দ্ৰীয় ডোনার মন্ত্ৰী জিতেন্দ্ৰ সিং বিষয়টিতে হস্তক্ষেপ করে বিশ্ববিদ্যালয় কৰ্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান সূত্ৰ বের করেন।  

মন্ত্রী টুইটে লিখেছেন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের একাংশ ছাত্ৰছাত্ৰীকে হস্টেল খালি করে দেওয়ার নোটিশ নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার সমাধান করা হয়েছে। এখন ছাত্ৰছাত্ৰীরা বিনা বাধায় নিরাপদে হস্টেলে থাকতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচাৰ্য ত্যাগীর সঙ্গে এ নিয়ে কথা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *