BRAKING NEWS

করোনার বিস্তৃতি রুখতে অসম-ত্রিপুরার চোরাইবাড়ি সীমান্ত সিল করে দিলেন করিমগঞ্জের জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৯ মে৷৷ লকডাউন ৩.০-য় কিছু ক্ষেত্রে শিথিল করার পর অতিমারি করোনা ভাইরাসের বিস্তৃতি ঘটছে এক রাজ্য থেকে অন্য রাজ্যে৷ গত তিন দিনে অসম ও ত্রিপুরায় ব্যাপক হারে করোনা সংক্রমণের খবরে এই রাজ্যের আন্তঃরাজ্য সীমান্ত জেলা প্রশাসনের কালো ঘাম ছুটেছে৷ এই কয়দিনে করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা এলাকার চোরাইবাড়ি-ঘেঁষা অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্ত গেট দিয়ে উভয় রাজ্যে আটক নাগরিকদের নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার ব্যবস্থা করার পর থেকে করোনা সংক্রমণ বেঁড়ে চলছে৷ এমন-কি ত্রিপুরা ফেরত করিমগঞ্জ জেলার কায়স্থগ্রামের লরিচালক জনৈক জাকিরুল হক করোনা আক্রান্ত বলে এক খবরে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে করিমগঞ্জ জেলা প্রশাসন৷


আজ শনিবার জেলাশাসক আনবামুথান এমপি, ডিআইজি (সাউদার্ন রেঞ্জ) দিলীপকুমার দে, পুলিশ সুপার কুমার সঞ্জীব কৃষ্ণা, ডিএসপি সদর সুধন্য শুক্লবৈদ্য, স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালরা চোরাইবাড়ি সীমান্ত গেটে আসেন৷ এখানে এসে তাঁরা প্রথমে স্থানীয় পুলিশের (অসম) সঙ্গে জরুরি আলোচনা করেন৷ পরে তাঁরা সীমান্তের ওপাড়ে চোরাইবাড়ি (উত্তর ত্রিপুরা) থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন৷


আলোচনাকালে করিমগঞ্জের জেলাশাসক আনবামুথান এমপি ত্রিপুরার পুলিশ প্রশাসনকে জানান, করোনা ভাইরাসকে পিতিহত করতে সরকারি নির্দেশ মোতাবেক আজ (শনিবার) রাত ১২টা থেকে ত্রিপুরার কোনও মানুষকে অসমে প্রবেশ করতে দেওয়া হবে না৷ পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে৷ তবে প্রতিবেশী উভয় রাজ্যের মধ্যে পূর্ববৎ পণ্যবাহী গাড়ি, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহন এবং অনুমোদিত ব্যক্তি বা আধিকারিক-কর্মচারী চলাচল করতে পারবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *