নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ তৃতীয় পর্যায়ের লক ডাউন চলছে দেশ এবং রাজ্য জুড়ে৷ এরমধ্যে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১০০ অতিক্রম করেছে৷ এই অবস্থায় গ্রীন জোনে থাকা এলাকা গুলিতে কিছু শিথিল করা হয়েছে লক ডাউনের নিয়ম নীতি৷ তবে একান্ত প্রয়োজনে বাড়ি থেকে বের হলে মাস্ক পড়া বাধ্যতা মূলক৷ একই সঙ্গে বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে সামাজিক দূরত্ব৷ শহর আগরতলায় দেখা যাচ্ছে একাংশ অতি উৎসাহী মানুষ সেই নিয়ম মানতে চাইছে না৷ বাইকে নিয়ে ছুটছে একের অধিক৷ মুখে নেই মাস্ক৷ এই বিধি নিষেধ অমান্য কারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা গ্রহণ শুরু করল সদর মহকুমা প্রশাসন৷
শনিবার শহরের বিভিন্ন স্থানে চালানো হয় নজর দারী৷ বিনা মাস্কে যারা বাড়ি থেকে বের হয়েছে তাদের জরিমানা করা হয়৷ প্রথম অবস্থায় ধরা পড়লে নিয়ম অনুযায়ী ১০০ টাকা জরিমানা আদায় করা হয় এদিন৷ একই ভাবে দ্বিতীয় বার ধরা পড়লে ২০০ টাকা এবং এরপর আইন গত ভাবে আইন অমান্যকারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কড়া বার্তা দেওয়া হয়েছে৷ এদিন সদর মহকুমা কার্যালয়ের ডি সি অনিমেষ ধরের নেতৃত্বে এই অভিযান চালানো হয়৷ তিনি জানান মাস্ক পড়া বাধ্যতা মূলক৷রয়েছে স্পষ্ট নির্দেশ৷ যারা মাস্ক না পরে বেড়িয়েছেন তাদের বিরুদ্ধে আইন গত ভাবে জরিমানা করা হচ্ছে৷ কিন্তু সতর্ক থাকতে হবে প্রত্যেককে৷ আইন মেনে মাস্ক ব্যবহার করতে হবে এই করোনা পরিস্থিতিতে বলে জানান তিনি৷
আরক্ষা দপ্তরের সহায়তায় এই অভিযান আগামী দিনেও চালানো হবে বলে জানান তিনি৷
এদিকে, লক ডাউন এর শর্ত অমান্য করে রাজধানী আগরতলা শহরের একটি মল খোলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ ঘটনার খবর পেয়ে মহকুমা প্রশাসনের কর্মকর্তারা ছুটে যান৷ মলের ম্যানেজারকে সতর্ক করে মলটি বন্ধ করে দেয় প্রশাসন৷ শর্ত অমান্য করে পুনরায় মল খোলা হলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ মল কর্তৃপক্ষ প্রশাসনের সঙ্গে সবধরনের সহযোগিতা করেছে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে৷