বিদ্যুতের ছোবলে কৃষকের মৃত্যু তেলিয়ামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৮ মে৷৷ বিদ্যুতের ছোবলে মর্মান্তিক মৃত্যু হল এক কৃষকের৷ ঘটনার তেলিয়ামুড়া থানার অধীন পশ্চিম হাওয়াই বাড়িতে৷ মৃত কৃষকের নাম পল্টন সরকার৷ স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক পল্টন সরকার অন্যান্য দিনের মতোই কৃষি জমিতে কাজ করতে গিয়েছিলেন৷


কৃষি জমির উপর দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার বয়ে গেছে৷ কৃষক পল্টন সরকার একটি কাঁচা বাঁশ উপরের দিকে উঠানোর চেষ্টা করলে বিদ্যুৎ পরিবাহী লাইনের তারের সঙ্গে সংস্পর্শ হয়৷ তাতে ঘটনাস্থলে ছিটকে পড়েন কৃষক পল্টন সরকার৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ তেলিয়ামুড়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কৃষক পল্টন সরকারকে মৃত বলে ঘোষণা করেন৷ কৃষক পল্টন সরকার এর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই পশ্চিম হাওয়াই বাড়িতে গভীর শোকের ছায়া নেমে আসে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *