মুম্বইতে পুরো মে মাস লকডাউন চলতে পারে, ইঙ্গিত উদ্ধবের

মুম্বই, ৮ মে (হি. স.) :  মুম্বইতে পুরো মে মাস লকডাউন চলতে পারে। শুক্রবার সর্বদল বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে । এদিনের বৈঠকে রাজ্যের বিরোধী দলেরাও মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে একমত হয়েছেন বলে জানা গিয়েছে।

মহারাষ্ট্রে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । মুম্বই, পুণে সহ রাজ্যের বেশ কয়েকটি রেড জোন নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছে মহারাষ্ট্র সরকার। কারণ, রাজ্যের মোট করোনা আক্রান্তের ৯০ শতাংশই এই সব এলাকা থেকে। এই অবস্থায় শুক্রবার সর্বদল বৈঠকে  মুম্বইতে পুরো মে মাস লকডাউন চলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে । এদিনের বৈঠকে রাজ্যের বিরোধী দলেরাও মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে একমত হয়েছেন বলে জানা গিয়েছে।

তবে কিছু কিছু বিষয়ে বিরোধী নেতারা সমালোচনাও করছেন। এমএনএস প্রধান রাজ ঠাকরে বলেন, মানুষকে লকডাউনের নিয়ম মানতে বাধ্য করতে গোটা মুম্বইতে আধা সেনা মোতায়েন করা উচিত। অনেকেই এই পরিস্থিতির মধ্যে মদ ও অন্যান্য অত্যাবশকীয় নয় এমন সামগ্রীর দোকান খোলার সিদ্ধান্তের সমালোচনা করেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ তো সরাসরিই বলেন, এই পরিস্থিতিতে মদের দোকান খোলায় অনুমতি দেওয়া ঠিক সিদ্ধান্ত হয়নি। তাঁর দাবি, “অবিলম্বে রাজ্যে উপসর্গহীন রোগীর খোঁজে পরীক্ষার উপরে জোর দেওয়া উচিত। রাজ্যে শিল্পক্ষেত্রের পুনর্বাসনের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণাও করা উচিত। আর এখন থেকেই অর্থনৈতিক কাজকর্ম শুরু করার পরিকল্পনা করা দরকার।”

মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ জানিয়েছেন, আগামী ১৫ থেকে ২০ দিনে মুম্বইয়ে কোভিড কেসের সংখ্যা কমবে। তাঁর দাবি আগামী দু’সপ্তাহের মধ্যে বাণিজ্যনগরীর কোভিড আক্রান্তের সংখ্যা হ্রাসের হার হবে চোখে পড়ার মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *