BRAKING NEWS

বিলোনীয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত চারজন ,পাল্টা মামলা

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৮ মে৷৷ শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত চার৷ মামলা পাল্টা মামলা হয় বিলোনিয়া থানায়৷ পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷
আহতদের মধ্যে রয়েছে আমজাদ নগরের বাঁশপদুয়া পঞ্চায়েতের উপপ্রধান তপন গুহ, প্রাক্তন সদস্য মিলন মিয়া, ঋষ্যমুখ মন্ডলের মাইনেরটি কমিটির সভাপতি রহিম মিয়া সহ স্থানীয় বয়স্ক নাগরিক মনা মিয়া৷ ঘটনা রাত সাড়ে আটটা নাগাদ বিলোনিয়া আমজাদ নগর এলাকার বাজারের পাশে৷ আহত চার জনকে চিকিৎসার জন্য বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক স্থানীয় বয়স্ক নাগরিক মনা মিয়া ও উপপ্রধান তপন গুহকে উদয়পুরের গৌমতী জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়৷ পুলিশ হাসপাতালে এসে মামলা নিয়ে তদন্ত শুরু করে৷ পঞ্চায়েতের উপপ্রধান তপন গুহ বনাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য সেলিম মিয়া শাসক বিজেপি দলের৷ এই দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে বৃহস্পতিবার রাতে রক্তাক্ত হয়ে উঠে আমজাদ নগর এলাকা৷ এই ঘটনায় এলাকা বাসিদের মধ্যে আতঙ্কের পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে৷


পঞ্চায়েতের প্রাক্তন সদস্য আহত মিলন মিয়া পঞ্চায়েতে অঙ্গনারী সেন্টার নির্মাণের টাকা ছাগল, গরু সহ মাছ চাষের টাকা আত্মসাৎ করার অভিযোগ তোলেন পঞ্চায়েতের উপপ্রধান তপন গুহের বিরুদ্ধে৷ বেনিফিশিয়ারিদের না দিয়ে উপপ্রধান তপন গুহ নাকি ধমক দিয়ে পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে খালি চেকে সই করিয়ে নেয়৷ পঞ্চায়েতের প্রাক্তন সদস্য মিলন মিয়া ও নিজাম মিয়া খবর পেয়ে উপপ্রধানের এই ধরনের কাজের জন্য প্রতিবাদ করার ফলে উপপ্রধান তপন গুহ ও তার দলবল নিজাম ও মিলন মিয়ার উপর আক্রমন সংঘটিত করে বলে অভিযোগ৷ এছাড়া মিলন মিয়া আরো বলেন ঋষ্যমুখ মন্ডলের বিজেপি সভাপতি অশেষ বৈদ্যকে জানানো হয় পঞ্চায়েতের দূর্নীতির বিরুদ্ধে৷ তারপরেও কোন লাভ হয় নি বলে অভিযোগ করে মিলন মিয়া৷


অপরদিকে পঞ্চায়েতের উপপ্রধান তপন গুহ সহ রহিম মিয়ার অভিযোগ মিলন ও নিজাম মিয়া নেশা কারবারের সাথে যুক্ত৷ পুলিশ তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে যাওয়ার পর পুলিশ লেলিয়ে দেওয়ার সন্দেহ বশত নিজাম ও মিলন মিয়া তাদের উপর আক্রমন করে বলে অভিযোগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *