BRAKING NEWS

৩০০ শয্যার ভগৎ সিং যুব আবাস করোনা চিকিৎসা কেন্দ্রে রূপান্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ করোনা আক্রান্তের সংখ্যা ত্রিপুরায় বেড়েই চলেছে৷ তাই, আগরতলায় শহীদ ভগৎ সিংহ যুব আবাস-কে কোভিড-১৯ চিকিৎসা কেন্দ্রে রূপান্তর করা হয়েছে৷ জি বি হাসপাতালের তত্বাবধানে ওই চিকিৎসা কেন্দ্রটি পরিচালিত হবে৷ সেখানে ৩০০ করোনা আক্রান্তের চিকিৎসা করা যাবে৷ আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক টুইট বার্তায় এই সংবাদ দিয়েছেন৷
বর্তমানে ত্রিপুরায় ৮৬ জন করোনা আক্রান্তের চিকিৎসা চলছে৷ তাদের মধ্যে দুই জন মহিলা ও ৩ শিশু রয়েছে৷ তারা বিএসএফ জওয়ানদের পরিবারের সদস্য৷ বাকিরা হলেন বিএসএফ জওয়ান৷ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ত্রিপুরায় করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে৷ সেক্ষেত্রে পর্যাপ্ত চিকিৎসা পরিকাঠামো খুবই প্রয়োজনীয়৷


ইতিপূর্বে ত্রিপুরায় করোনা আক্রান্তের চিকিৎসার জন্য জি বি হাসপাতালে ৮০টি এবং আইজিএম-এ ৩০টি শয্যা প্রস্তুত ছিল৷ তাছাড়া, আগামীকাল থেকে শালবাগানস্থিত বিএসএফ হাসপাতালে ৩৫টি শয্যা করোনা আক্রান্তের চিকিৎসার জন্য প্রস্তুত হয়ে যাবে৷ কিন্তু, কোন ঝুঁকি নেওয়া উচিত হবে না৷ তা ভেবেই হয়ত আজ শহীদ ভগৎ সিং যুব আবাস-কে কোভিড-১৯ চিকিৎসা কেন্দ্রে রূপান্তর করেছে ত্রিপুরা সরকার৷ মুখ্যমন্ত্রী আজ টুইট বার্তায় বলেন, এখন ত্রিপুরায় করোনা আক্রান্তের চিকিৎসায় ৪১০টি শয্যা প্রস্তুত রয়েছে৷ এ-বিষয়ে স্বাস্থ্য দফতরের পদস্থ আধিকারিক-র কথায়, বিএসএফ জওয়ানদের মধ্যে লক্ষণহীন করোনা আক্রান্তদের ওই কোভিড-১৯ চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হবে৷

কারণ, দুই জন ছাড়া জি বি হাসপাতালে ভর্তি সকল বিএসএফ জওয়ান-দের মধ্যে করোনা আক্রান্তের কোন লক্ষণ দেখা যায়নি৷ তাঁর কথায়, কোভিড-১৯ চিকিৎসা কেন্দ্রের বাইরে ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকবে৷ তাছাড়া, বিশেষজ্ঞ চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্য কর্মীরা সেখানে চিকিৎসায় নিয়োজিত থাকবেন৷ কোন সমস্যা হলে তৎক্ষণাৎ জি বি হাসপাতালে স্থানান্তর করা হবে৷ তিনি জানান, ওই যুব আবাসে প্রাতিষ্ঠানিক একান্তবাস-এ যারা ছিলেন তাঁদের শিপার্ডে স্থানান্তর করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *