BRAKING NEWS

কোটা থেকে ফিরলেন ত্রিপুরার ছাত্রছাত্রীরা, নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৬ মে৷৷ অভিভাবকদের সাথে নিয়ে ত্রিপুরার ছাত্রছাত্রীরা আজ (বুধবার) রাজস্থানের কোটা থেকে ফিরেছেন৷ গাড়ির চালক এবং বেসরকারি নিরাপত্তা রক্ষী সমেত ২৪০ জন রাজ্যে এসেছেন৷ তাঁদের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং দুটি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন কেন্দ্রে সবাইকে রেখেছে উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন৷


লকডাউনে ত্রিপুরার প্রচুর নাগরিক বহিঃরাজ্যে আটকে রয়েছেন৷ আন্তঃরাজ্য যাতায়াতে কেন্দ্রীয় সরকার ছাড় দিতেই অনেকেই ত্রিপুরায় ফিরছেন৷ তেমনি, রাজস্থানের কোটায় ত্রিপুরার প্রচুর ছাত্রছাত্রী আটকে ছিলেন৷ তাঁদের মধ্যে অনেকেই ত্রিপুরায় ফিরতে চাইছিলেন৷ ত্রিপুরা সরকার তাঁদের রাজ্যে ফিরে আসার বন্দোবস্ত করেছে৷ রাজস্থান সরকারের সাথে যোগাযোগ করে তাঁদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পাস এবং বাস-এর ব্যবস্থা করা হয়েছিল৷


গত ২ এপ্রিল বিকেল সাড়ে তিনটা নাগাদ ১০টি বাসে ১৩৪ জন ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকদের নিয়ে ত্রিপুরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলে৷ ওই দশটি বাসে ২০ জন চালক এবং ১০ জন বেসরকারি নিরাপত্তারক্ষী ছিলেন৷ আজ সকাল সাড়ে আটটা নাগাদ তাঁরা ত্রিপুরায় এসে পৌঁছেছেন৷ তাঁদের সকলের নমুনা সংগ্রহে সারা দিন সময় লেগেছে৷ এদিন অসম-ত্রিপুরার সীমান্ত গেট চোরাইবাড়িতে নমুনা সংগ্রহে দীর্ঘ লাইন পড়েছিল৷


এ-বিষয়ে পানিসাগরের মহকুমাশাসক এল ডার্লং বলেন, কোটা থেকে যাঁরা ফিরেছেন তাঁদের সকলের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তাঁদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ তাঁর কথায়, আজ কোটা থেকে ২৪০ জন এসেছেনঊ তাঁদের রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷ তিনি বলেন, কোটা ফেরত সকলের জন্য পানিসাগর আরসিপিই এবং চোরাইবাড়ি খেরেংজুরিতে জওহর নবোদয় বিদ্যালয়ে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে৷


এদিকে, ত্রিপুরায় ফিরে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা খুশি ব্যক্ত করেছেনঊ কমলপুর নিবাসী রজত দাসের মা বলেন, ত্রিপুরায় ফিরে আসতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে৷ টানা চারদিন বাসে সফর করে ত্রিপুরায় ফিরেছি৷ এখন অনেকটাই স্বস্তি বোধ করছিঊ তিনি জানান, কোটা থেকে নিজের রাজ্যে ফিরতে বাস ভাড়া বাবদ প্রত্যেকের ৮ হাজার খরচ হয়েছে৷ তবে, খাবারের জন্য আমাদের ভাবতে হয়নি৷ পথে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন খাবার দিয়েছে৷ এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও খাবারের ব্যবস্থা করা হয়েছিল৷ তাঁর বক্তব্য, সফর অনেক লম্বা ছিলঊ এছাড়া পথে কোনও সমস্যা হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *