BRAKING NEWS

যুবকদের স্মার্টফোন, প্রকল্পের অন্তর্গত পোর্টাল-এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ ত্রিপুরায় নির্বাচনী প্রতিশ্রুতির অঙ্গ হিসেবে যুবকদের স্মার্টফোন দেওয়ার জন্য অনলাইন পোর্টাল-এর উদ্বোধন হয়েছে আজ৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বুধবার ‘মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা’-র অনলাইন পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন৷ ওই পোর্টালে আবেদনের ভিত্তিতে যুবকরা স্মার্টফোন পাবেন৷


এই অনলাইন পোর্টালের উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভিজন ডকুমেন্টে যুবকদের স্মার্টফোন দেওয়ার আমাদের প্রতিশ্রুতি ছিল৷ সেই উদ্দেশ্যে ত্রিপুরা সরকার ‘মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা’ নামে নতুন একটি প্রকল্প চালু করেছে৷ এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ২২টি ডিগ্রি কলেজ, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়, আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ, এনআইটি, টিআইটি, সরকারি আইন কলেজ, সরকারি সংগীত মহাবিদ্যালয়, রিপস্যাট, শিক্ষক প্রশিক্ষণ কলেজ ইত্যাদি ৩৮টি সরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৪ হাজার ৬০৮ জন ছাত্রছাত্রীকে স্মার্টফোন ক্রয় করার জন্য ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে৷ এজন্য এক বছরে রাজ্য সরকারের ব্যয় হবে ৭ কোটি ৩০ লক্ষ ৪০ হাজার টাকা, বলেন তিনি৷


তাঁর কথায়, ‘মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা’ প্রকল্পে আর্থিক সহায়তা পাওয়ার জন্য ইচ্ছুক ছাত্রছাত্রীদের পোর্টালে আবেদন করতে হবে৷ সাথে তিনি যোগ করেন, এই প্রকল্পে আর্থিক সহায়তা পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের অনলাইনের মাধ্যমে ৬ মে থেকে ৬ জুনের মধ্যে আবেদন করতে হবে৷ ১৫ মে থেকে ১৫ জুনের মধ্যে আবেদনপত্রের স্ক্রুটিনি করা হবে৷ ২২ মে থেকে ৩০ জুনের মধ্যে স্টেট লেভেল অথরিটির অনুমোদন পাওয়ার পর ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি-র মাধ্যমে টাকা প্রদান করা হবে৷ মুখ্যমন্ত্রীর মতে, এই প্রকল্পে প্রথম পর্যায়ে যুবকরা যে স্মার্টফোন ক্রয় করবেন তার মাধ্যমে তারা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন৷


এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার বিভিন্ন দফতরে অনলাইন ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছে৷ শিক্ষা থেকে শুরু করে পঞ্চায়েত পর্যন্ত সবকিছুতেই অনলাইন ব্যবস্থা চালু করা হবে৷ নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে এই প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন করা যায় সে বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *