গুয়াহাটি, ৭ মে (হি.স.) : এমজিএনরেগা এবং প্ৰধানমন্ত্ৰী আবাস যোজনায় যে সব ক্ষেত্ৰে দুৰ্নীতি ও অনিয়ম হচ্ছে, সে সব ব্যাপারে তিনি সরকার। কঠোর শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হওয়ার জন্য সংশ্লিষ্ট দুর্নীতিবাজদের প্রস্তুত থাকতে সতর্ক করে দিয়েছেন অসমের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সনোয়াল৷ কোথাও যাতে দুৰ্নীতি সংগঠিত হতে না পারে তার জন্য গ্ৰাম পঞ্চায়েত সভাপতি এবং সচিবদের কড়া নিৰ্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্ৰী সনোয়াল। বৃহস্পতিবার ব্ৰহ্মপুত্ৰ অতিথিশালায় সরকারি আবাস থেকে টেলিফোনে রাজ্যের বিভিন্ন গ্ৰাম পঞ্চায়েতের সভাপতি এবং সচিবদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তাঁদের সাফ জানিয়েছেন, দুর্নীতি হলে তা কখনও সহ্য করবেন না তিনি। টেলিফোনে বার্তালাপের সময় সর্বানন্দের সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্ৰীর মিডিয়া উপদেষ্টা হৃষীকেশ গোস্বামী, পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন দফতরের সচিব হেমেন দাস।
মহামারি কোভিড-১৯ এর সংক্ৰমণ ঠেকাতে সামাজিক ব্যবধান বজায় রেখে স্বাস্থ্য বিভাগের বেঁধে দেওয়া নিৰ্দেশিকা মেনে এমজিএনরেগার মতো প্ৰকল্পের কাজ শুরু করার ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্ৰী। এই প্ৰকল্পের অধীনে সাধারণ মানুষকে বিনামূল্যে চাল বিতরণে যাতে কোনও ধরনের দুৰ্নীতি না হয় সেদিকে বিভিন্ন গ্ৰাম পঞ্চায়েতের সভাপতি এবং সচিবদের কড়া নজর রাখতে বলেছেন তিনি।
সরকারের জনকল্যাণমূলক প্ৰকল্পগুলোর মাধ্যমে সুবিধাভোগীদের বাছাই পৰ্বে যাতে কোনও ধরনের স্বজনপোষণ ও দুৰ্নীতি না হয় এবং সুবিধাভোগীরা যাতে সঠিকভাবে সরকারের সমস্ত সুযোগসুবিধা পান সে ব্যাপারে তীক্ষ্ণ নজর রাখতে গ্ৰাম পঞ্চায়েতে সভাপতি এবং সচিবদের কাছে মুখ্যমন্ত্ৰী আহ্বান জানিয়েছেন। তিনি এ-ও বলেন, সরকারি প্ৰকল্প রূপায়ণে দুৰ্নীতি হলে গোটা সরকারি ব্যবস্থার বদনাম হয়। তাই সরকারের বিভিন্ন প্ৰকল্পে সুবিধাভোগীদের নামের তালিকা খুবই সতৰ্কতার সঙ্গে প্ৰস্তুত করতে নিৰ্দেশ দিয়েছেন তিনি। প্ৰত্যেক পঞ্চায়েতকে স্বনিৰ্ভর গোষ্ঠীর কাছ থেকে কমপক্ষে ২০০০টি করে মাস্ক কিনতেও নিৰ্দেশ দিয়েছেন। এই মাস্কগুলি প্ৰকল্পের অধীনে কর্মরতদের বিতরণ করতে হবে।
মহামারি কোভিড-১৯ এর প্ৰকোপে রাজ্যের অৰ্থনৈতিক ভিত শক্ত করতে প্ৰয়োজনীয় কিছু কিছু কাজের ক্ষেত্ৰে লকডাউন শিথিল করা হয়েছে। সে কথা উল্লেখ করে তৃতীয় পৰ্যায়ের লকডাউনের সময় সাধারণ মানুষ যাতে উন্মুক্ত জায়গায় সামাজিক ব্যবধান বজায় রাখেন, স্বাস্থ্য বিভাগের নিৰ্দেশিকা মেনে চলেন সাধারণ মানুষকে সচেতন করতে গ্ৰাম পঞ্চায়েতের সভাপতি এবং সচিবদের সচেষ্ট হতে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।