নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ করোনা আক্রান্ত ১২ জন বিএসএফ জওয়ানকে নিয়ে আগরতলায় পৌঁছতে অতিরিক্ত সময় লেগেছে৷ তাই ধলাই জেলা প্রশাসন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং বিএসএফ-এর ১৩৮ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্টের কাছে কৈফিয়ত তলব করেছে৷ স্থানীয় সংক্রমণের আশংকা থেকেই এই কৈফিয়ত তলব করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ রয়েছে৷ এই বিষয়ে অতিরিক্ত মুখ্যসচিব জানিয়েছেন, এম্বুলেন্সের চালক বেকে বসায় নতুন চালক ব্যবস্থা করতে গিয়ে অতিরিক্ত সময় লেগেছে৷
ধলাইয়ের অতিরিক্ত জেলাশাসক গোভেকার এম রতিলাল বিএসএফ-এর ১২ জন করোনা আক্রান্তকে জওহরনগর থেকে আগরতলা পর্যন্ত যাতায়াতের বিলম্বকে ঘিরে ধলাই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং বিএসএফ-এর ১৩৮ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্টকে চিঠি দিয়েছেন৷ তাতে তিনি লিখেছেন, জওহরনগর থেকে আগরতলার জিবি হাসপাতাল যেতে আড়াই ঘণ্টা সময়ের প্রয়োজন৷ কিন্তু করোনা আক্রান্ত ১২ জন বিএসএফ জওয়ানদের নিয়ে একটি অ্যাম্বুলেন্স এবং একটি বাস ওই পথ পাড়ি দিতে সময় নিয়েছে সাড়ে তিন ঘণ্টা৷ বিকেল সাড়ে চারটায় রওয়ানা দিয়ে রাত ৮টা নাগাদ রোগী নিয়ে জিবি হাসপাতালে পৌঁছেছেন তাঁরা৷
তাঁর কথায়, জওহরনগর থেকে আগরতলা পর্যন্ত পথে কোথাও দাঁড়ানো স্থানীয় সংক্রমণের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়৷ সেক্ষেত্রে ওই করোনা আক্রান্তদের সংস্পর্শে কেউ ছিলেন কিনা তা খুঁজে বের করা খুবই জরুরি৷ তাই তিনি ধলাই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং বিএসএফ-এর ১৩৮ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্টকে এ-বিষয়ে গাড়ির চালকদের বয়ান সহ সমস্ত ঘটনা লিখিতভাবে জানাতে বলেছেন৷