BRAKING NEWS

ছিনাইহানিতে মানসিক অবসাদে ফাঁস জড়িয়ে আত্মঘাতী এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ সাতসকালে নির্মীয়মাণ বাড়িতে গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা করেছেন জনৈক ব্যক্তি৷ পুলিশের দাবি, ওই ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিলেন৷


বুধবার সকালে পশ্চিম ত্রিপুরা জেলার এয়ারপোর্ট রোড ছিনাইহানি এলাকায় একটি নির্মীয়মাণ বাড়িতে প্রদীপ চক্রবর্তী (৩৫) নামের ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন৷ স্থানীয় জনগণ রাস্তা থেকে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন৷ খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷

প্রদীপ চক্রবর্তীর মৃত্যুর কারণ নিয়ে পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন৷ তবে মৃতের পরিবারের সাথে কথা বলে পুলিশ জানতে পেরেছে, বেশ কয়েকদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন৷ এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷
প্রসঙ্গত, মানসিক অবসাদে ত্রিপুরায় আত্মহত্যার হার বেড়েই চলেছে৷ তার জন্য অবশ্যই আর্থিক অনটন অন্যতম কারণ বলেই মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *