নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ স্বাস্থ্যবিধি লঙ্ঘন করেই করোনা আক্রান্ত বিএসএফ জওয়ানরা এলেন আগরতলার জিবি হাসপাতালের কোভিড-১৯ কেন্দ্রে৷ তাঁদের অ্যাম্বুলেন্সের জানালা খোলা ছিল৷ এমন-কি তাঁরা রাস্তায় থুতু ফেলেছেন বলেও অভিযোগ উঠেছে৷ অ্যাম্বুলেন্স চালকের কথায়, করোনা আক্রান্ত বিএসএফ জওয়ানরা কোনও কথা শুনেননি৷ উল্টে রেগে গিয়ে তাঁরা প্রশ্ণ তুলেছেন, আমরা কি পশু, যেমন খুশি নিয়ে যাচ্ছেন?
গতকাল ধলাই জেলা সদর আমবাসায় জহরনগরস্থিত বিএসএফ ১৩৮ নম্বর ব্যাটালিয়নের দুই শিশু ও এক মহিলা সহ ১৩ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ আজ তাঁদের আমবাসা থেকে আগরতলায় জিবি হাসপাতালে কোভিড-১৯ কেন্দ্রে আনা হয়েছে৷ আসার পথে স্বাস্থ্যবিধি মানা হয়নি৷ কারণ, জিবি হাসপাতালে পৌঁছার পর দেখা গেছে একটি অ্যাম্বুলেন্সের জানালা খোলা ছিল৷
এ-বিষয়ে ওই অ্যাম্বুলেন্সের চালক নগেন্দ্র জমাতিয়া বলেন, করোনা আক্রান্ত বিএসএফ জওয়ানদের বেশ কয়েকবার জানালা বন্ধ করার জন্য অনুরোধ করেছি৷ কিন্তু, তাঁরা আমার কথা শুনেননি৷ বরং তাঁরা অভিযোগ করেছেন, অ্যাম্বুলেন্সের ভেতরে শ্বাস নিতে তাঁদের কষ্ট হচ্ছে৷ তাই তাঁরা জানালা বন্ধ করবেন না৷ ওই চালক আরও বলেন, জানালা বন্ধ করার কথায় বিএসএফ জওয়ানরা ভীষণ রেগে গিয়েছিলেন৷ তাঁরা কি পশু, যেমন খুশি নিয়ে আসা হচ্ছে, এই অভিযোগ করেছেন৷
অ্যাম্বুলেন্স চালক জানিয়েছেন, পথে দুই জায়গায় তারা থেমেছেন৷ কিন্তু, ওই জায়গা নির্জন ছিল৷ তিনি বলেন, এক করোনা আক্রান্তের বমি ভাব করছিল৷ তাই, গাড়ি দাঁড় করতে হয়েছিল৷ তিনি এ-ও স্বীকার করেছেন, ওই সব বিএসএফ জওয়ানরা করোনা আক্রান্ত হয়েও রাস্তায় থুতু ফেলেছেন৷ বিষয়টি খুবই উদ্বেগের বলেই মনে করা হচ্ছে৷ প্রসঙ্গত, এখন দেখার বিষয় প্রশাসনের তরফ থেকে আগামীদিনে এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে৷