নয়াদিল্লি, ৬ মে (হি. স.): সারা দেশজুড়ে ৯ কোটি মানুষ আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করেছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে এই অ্যাপটি ডাউনলোড করতেই হবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের এই অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক।
বুধবার এক টুইট বার্তায় কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, ব্যক্তিগত তথ্য রক্ষণাবেক্ষণের জন্য আরোগ্য সেতু অ্যাপ সম্পূর্ণ নিরাপদ। এখনো পর্যন্ত দেশের ৯ কোটি মানুষ এই অ্যাপ ডাউনলোড করেছে। ব্যক্তিগত তথ্য ক্ষতিগ্রস্ত হতে পারে এমন দাবি বহু এথিকাল হ্যাকাররা করেছিল। এদিন সেই দাবিকে নস্যাৎ করে দিয়েছে কেন্দ্র। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ব্যবহারকারীর সমস্ত তথ্যই নিরাপদ থাকবে।
উল্লেখ করা যেতে পারে এই অ্যাপের মাধ্যমে কেন্দ্রের তরফে করোনা মোকাবিলায় যাবতীয় নির্দেশিকা সাধারণ মানুষকে দেওয়া হয়েছে ।শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কি করে বাড়ানো হবে সেই বিষয়েও অ্যাপ টিতে আলোচনা করা হয়েছে।