BRAKING NEWS

ভারত ঢোকার আগেই বাংলাদেশে ধৃত ১৭ জেএমবি জঙ্গি

ঢাকা, ৫ মে (হি.স.): সীমান্ত পেরিয়ে ভারত ঢোকার আগেই ধৃত ১৭ জেএমবি জঙ্গি। নিষিদ্ধ জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের এই ১৭ জনকেই ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। জঙ্গি দমন শাখা কাউন্টার টেরোরিজম আ্য়ান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) অভিযান চালায়। জঙ্গিদের গ্রেফতার করা হয় কাকরাইল বাজার থেকে।

জেরায় ওই ১৭ জন জেএমবি জঙ্গি স্বীকার করে, তাদের কাছে সাংগঠনিক নির্দেশে বলা হয়েছিল, করোনার দুর্যোগে আকাশ থেকে এক ধরনের ধোঁয়া নেমে আসবে। সবকিছু ধোঁয়াছন্ন হয়ে যাবে। সীমান্তে কোনও পাহারা থাকবে না। এই সময় তারা যেন চলে আসে। তদন্তে আরও উঠে এসেছে, বাংলাদেশ থেকে পালিয়ে ভারত ও পাকিস্তান হয়ে সৌদি আরবে যাওয়ার ছক করেছিল এই জেএমবি জঙ্গিরা।

জেরায় সবাই নিজেদের জেএমবির সদস্য বলে স্বীকার করেছে। তাবলিগ জামায়াত সংগঠনের আড়ালে খুলনার সাতক্ষীরা বা যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে এই জেএমবি জঙ্গিরা পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় প্রবেশের ছক করেছিল। তারপর পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করে কাশ্মীরের সীমান্ত গোপনে পেরিয়ে পাকিস্তান পৌঁছে দেওয়া হতো তাদের। সেখান থেকে সৌদি আরব। তবে গোপনে সেই সংবাদ পেয়ে সীমান্ত পার হওয়ার আগেই জঙ্গিদের ডেরা তছনছ করে সবাইকে গ্রেফতার করা হয়।

ধৃতদের কাছে বিভিন্ন ধরনের ১৯টি মোবাইল, ২ লক্ষ ৩৪ হাজার বাংলাদেশি টাকা ও ৯২২ মার্কিন ডলার মিলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *