নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ করুণা ভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে চলেছে৷ বাড়ছে মৃত্যুর হার৷ সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরার জনগণ তাতে আতঙ্কগ্রস্ত৷ রাজ্য সরকার সীমান্তে নজরদারি বজায় রাখার নির্দেশ জারি করেছে৷ যেকোনো ধরনের অনুপ্রবেশ রোধে বিএসএফকে কঠোর মনোভাব বহন করতে বলা হয়েছে৷
রাজ্য সরকারের কঠোর মনোভাব সত্ত্বেও সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ঘটনা ঘটে চলেছে৷ রবিবার দুপুরেও দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া সীমান্ত দিয়ে এক বাংলাদেশী যুবক রাজ্যে অনুপ্রবেশ করেছে৷ বিলোনিয়ার ঘোষ খামার সীমান্তের ৬ এবং ৭নম্বর পিলারের পাশ দিয়ে সে অনুপ্রবেশ করে বলে জানা গেছে৷ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর চোখে ধুলো দিয়ে প্রবেশ করলেও সীমান্ত গ্রামের জনগণ তাকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছেন৷ আটক অনুপ্রবেশকারী যুবকের নাম মনির হোসেন৷ কি করে বিএসএফের এত কঠোর নজরদারির মধ্যেও সে অনুপ্রবেশ করেছে তা নিয়ে প্রশ্ণ উঠেছে৷
বিএসএফের টহল নিয়ে সীমান্ত এলাকার জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন৷ এদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব স্পষ্ট ভাষায় বলেছেন কেউ যাতে সীমান্ত দিয়ে রাজ্যে অনুপ্রবেশ করতে না পারে সে জন্য বিএসএফকে কঠোর নজরদারি বজায় রাখতে হবে৷ অনুপ্রবেশকারী বাংলাদেশী যুবককে আটক করার পর তার দেহে কোন ভাইরাস রয়েছে কিনা তা নিয়েও পুলিশ দ্বিধায় রয়েছে৷ তার শারীরিক পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে৷