৪ মে থেকে দুই সপ্তাহের লকডাউনের নির্দিষ্ট কেন্দ্রীয় নির্দেশিকা

নয়াদিল্লি, ২ মে (হি. স.) : অরেঞ্জ জোনে  সাধারন মানুষের এবং গাড়ির চলাচল নিয়ে যে বিভ্রান্তির  সৃষ্টি হয়েছে, তা দূর করতে এই বিষয়ে স্পষ্ট করে কিছু বিষয়ের উল্লেখ করা হয়েছে। শনিবার সূত্র মারফত জানা গেছে, অরেঞ্জ জোনে দেশজুড়ে যে সমস্ত কাজকর্মে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেগুলি ছাড়া এক জেলা থেকে অন্য জেলায় এবং জেলার মধ্যে বাস চলাচলেও নিষেধাজ্ঞা থাকবে।

বিধিনিষেধের মধ্যে দুটি অন্য কাজের অনুমতি দেওয়া হয়েছে। ১) ড্রাইভার সহ ২ জন যাত্রী নিয়ে ট্যাক্সি ও ক্যাব চলাচল করতে পারবে। ২) অনুমতির ভিত্তিতে এক জেলা থেকে অন্য জেলায় মানুষ ও গাড়ি চলাচল করতে পারবে। তবে চার চাকার গাড়িতে ড্রাইভার সহ ২ জন যাত্রী থাকতে পারবেন। অরেঞ্জ জোনে বাকি কাজকর্মের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে না। তবে পরিস্থিতি বিবেচনা করে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কম কাজকর্মের অনুমতি দিতে পারে। ২০০৫ সালের বিপর্যয় ব্যবস্থাপনা আইন অনুসারে ৪ মে থেকে আরও ২ সপ্তাহ এই লকডাউনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *